TikTok প্রেমীদের জন্য সুখবর, শর্ট ভিডিওর নয়া অ্যাপ আনলো Dailyhunt

নিজস্ব প্রতিবেদন : ভারতে বিপুল জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ TikTok বন্ধ হয়েছে জুন মাসের ২৯ তারিখ। তারপর থেকেই দেশে বিকল্প একটি শর্ট ভিডিও অ্যাপের ব্যাপক চাহিদা জন্মায়। আর এই চাহিদা পূরণে দিন কয়েক ধরেই অন্যান্য কয়েকটি অ্যাপের কথা শোনা যাচ্ছিল। তবে সেই সকল অ্যাপ TikTok ব্যবহারকারীদের সাময়িক চাহিদা পূরণ করলেও মনঃপুত হচ্ছিল না। সেই জায়গায় এবার TikTok ব্যবহারকারীদের সুখবর দিল ভারতের অন্যতম এক জনপ্রিয় নিউজ অ্যাপ সংস্থা Dailyhunt। তারা নিয়ে এলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির শর্ট ভিডিওর দুর্দান্ত একটি অ্যাপ। সদ্য নিয়ে আসা এই অ্যাপটির নাম হল ‘জোশ (Josh)’।

নিউজ অ্যাপের বিচারে Dailyhunt এর জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। আর ভারতে এই Dailyhunt এর ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি। সুতরাং এই সংস্থার দ্বারা আনা নতুন শর্ট ভিডিও অ্যাপ ‘জোশ (Josh): এর প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাস ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। যে কারণে ইতিমধ্যে এই অ্যাপটি ১০ লক্ষের বেশি মানুষ নিজেদের স্মার্টফোনে ইন্সটল করে নিয়েছেন। অ্যাপটি প্রথম প্লে স্টোরে আনা হয় চলতি বছর জুলাই মাসের ৪ তারিখ। এরপর এর শেষ আপডেট করা হয় জুলাই মাসের ১১ তারিখ। অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যেই ১০ লক্ষের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে এই অ্যাপ।

অ্যাপ প্রস্তুতকারী সংস্থা তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত হিন্দি, ইংরেজি, মালায়লম, তামিল, তেলুগু, কন্নড় মোট পাঁচটি ভাষায় এই অ্যাপটি বাজারে আনা হয়েছে। ধীরে ধীরে অন্যান্য ভাষাগুলিকেও যুক্ত করে দেওয়া হবে। আর এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ভিডিও আপলোড করে সেই ভিডিও বন্ধু-বান্ধব এবং আত্মীয়-পরিজনদের মধ্যে শেয়ার করতে পারবেন। শেয়ার করা যাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতেও। ভারতীয়দের স্টার বানিয়ে তোলাই হচ্ছে এই অ্যাপের মূল লক্ষ্য।

নতুন এই জোশ (Josh) অ্যাপে অ্যাকাউন্ট বানানোর পদ্ধতি

ভারতীয় এই অ্যাপে অ্যাকাউন্ট বানানোর ক্ষেত্রে সেরকম কোনো ঝামেলায় নেই। প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেওয়ার পর নিচের মেনুবারে দেখা যাবে ‘Profile’ নামে একটি বিকল্প। সেখানে ক্লিক করলেই আপনার কাছে একটি মোবাইল নম্বর চাওয়া হবে। আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই নম্বরটি সেখানে দিতে হবে। তারপর ‘Send OTP’ বিকল্পে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দিয়ে দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

পরবর্তী পর্যায়ে অ্যাপ এর মধ্যে ‘Guest’ নামে আপনার অ্যাকাউন্ট দেখা যাবে। সেখানে ক্লিক করে আপনি আপনার নাম, আপনার লিঙ্গ, আপনার ছবি ইত্যাদি দিয়ে আপডেট করে দিন আর এরপর থেকেই ভিডিও আপলোড করে আনন্দ উপভোগ করুন। তবে মনে রাখবেন ৬০ সেকেন্ডের বেশী ভিডিও আপলোড করা যাবেনা।

প্রসঙ্গত, Dailyhunt নিউজ অ্যাপে আমাদের নিউজ পোর্টাল পাবেন ‘BanglaXp’ নামে এবং নতুন শর্ট ভিডিও অ্যাপ ‘জোশ (Josh)’-এ আমাদের অ্যাকাউন্ট রয়েছে ‘BanglaXp’ নামেই।