শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির, করোনা পরিস্থিতিতে চালু হচ্ছে একাধিক নিয়মকানুন

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ার পর থেকেই দেশের সমস্ত জায়গায় মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় ধর্মীয় স্থানগুলি। এরপর জুন মাসের ১ তারিখ থেকে পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান খোলার অনুমোদন দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আর কেন্দ্র দেয় জুন মাসের ৮ তারিখ থেকে।

তবে সরকারি অনুমোদন পেলেও পশ্চিমবঙ্গের অন্যতম ধর্মীয় স্থান দক্ষিণেশ্বর মন্দির একটু বিলম্বিত করেই মন্দির খোলার সিদ্ধান্ত নেয়। মন্দির ট্রাস্টি বোর্ডের কথা অনুযায়ী সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার পরই মন্দির খোলা হবে। সেই মত আগামী শনিবার থেকে জনসাধারণের জন্য খুলছে দক্ষিণেশ্বর মন্দির। তবে কোন পরিস্থিতিতে মন্দির খুললেও জারি হচ্ছে একাধিক নয়া নিয়ম কানুন।

দেখে নেওয়া যাক দক্ষিণেশ্বর-মন্দিরে নতুন কি কি নিয়ম কানুন চালু হচ্ছে

১) মন্দির ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জানা গিয়েছে, এখন থেকে দিনে দুবার সর্বসাধারণের জন্য মন্দির খোলা হবে। সকাল দিকে থেকে ৭টা থেকে ১০টা এবং বিকাল দিকে দুপুর ৩টে থেকে ৬টা পর্যন্ত জনসাধারণ পুজো দিতে পারবেন।

২) করোনা পরিস্থিতিতে মন্দিরে পুজো দেওয়ার জন্য ৬ থেকে ৮ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। পুজোর পর কোন রকম ফুল, সিন্দুর অথবা চরণামৃত দেওয়া হবে না। প্রতিবারে মন্দিরে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।

৩) মন্দির ছাড়াও মন্দির চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে পুণ্যার্থীদের।

৪) এছাড়াও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরই পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করার অনুমোদন দেবে মন্দির ট্রাস্টি বোর্ড।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্যবিধি মেনে ১৫ই জুন থেকে দর্শনার্থীদের জন্য খােলা হচ্ছে বেলুড় মঠ। দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী সােমবার থেকে প্রতিদিন সকাল ৯টা-১১টা এবং বিকেল ৪টা-৬টা পর্যন্ত মঠ খােলা থাকবে। মঠের মূল প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রিনিং করা হবে দর্শনার্থীদের। তাঁদের মাস্ক পরতে হবে। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।