বিশালাকৃতির দুটি অজগর কাঁধে নাচ যুবকের

নিজস্ব প্রতিবেদন : অজগর বা পাইথন বিষধর সাপের তালিকায় না থাকলেও এই সাপকে নিয়ে ভয়ের কমতি নেই। বিশালাকৃতি, মোটাসোটা হওয়ার কারণে অজগর সাপ দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। এই আতঙ্কের কারণে বহু সময় এই সকল সাপেদের ওপর আক্রমণ করতে দেখা যায় মানুষকে। সেই আক্রমণে প্রাণ হারায় তারা।

তবে এই অজগর আতঙ্কের কারণ হলেও এক যুবককে দেখা গেল দুটি বিশালাকৃতির অজগর তুলে নাচানাচি করতে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই আঁতকে উঠেছেন অনেকে। ওই যুবক এমন ভিডিও করেন ইনস্টাগ্রাম রিলসের জন্য।

জানা গিয়েছে, এমন কান্ড ঘটানো ওই যুবক ইন্দোনেশিয়ার। তিনি যে পাইথন দুটি নিয়ে নাচ করেছেন সেই পাইথন দুটি আবার রেটিকুলেটেড পাইথন। এই ধরনের পাইথন লম্বায় ২০ ফুট পর্যন্ত হতে পারে। তবে ওই যুবককে এই ধরনের পাইথন নিয়ে হামেশাই রিল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতে লক্ষ্য করা যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, ওই যুবক এমন বিশাল আকৃতির দুটি পাইথন নিজের দু’কাঁধে তুলে নিয়েছেন। ওই পাইথন দুটির মুখ রয়েছে তার পিঠের দিকে। পাইথন দুটি এতটাই লম্বা যে ওই যুবকের শরীর ছাপিয়ে মাটিতে লুটোপুটি দিচ্ছে। আর এই ভাবেই তাকে নাচতে লক্ষ্য করা যায়। তবে ওই যুবক এমনটা যেভাবে করে দেখিয়েছেন তাতে স্পষ্ট তিনি দীর্ঘদিন ধরেই এমন কাজে অভ্যস্ত।

তবে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হলেও সোশ্যাল মিডিয়ার দর্শকরা এটিকে ভালোভাবে নেননি। কারণ বন্যপ্রাণীদের নিয়ে এমন ছেলে খেলা উচিত নয়। আবার এই রেটিকুলেটেড পাইথন বিশ্বের সবচেয়ে বড় পাইথন। এরা বিষধর না হলেও যেকোনো সময় আক্রমণ করে যে কারোর প্রাণ ছিনিয়ে নিতে পারে।