রেলের দারুন উপহার, ভিস্তাডোম ট্রেনে ঘুরতে পারবেন বাংলার এই জায়গা

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুম দেশ জুড়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এই সকল পদক্ষেপের মধ্যে বাংলা যা পেতে চলেছে তা অভাবনীয়। কাঁচ দিয়ে ঘেরা ভিস্তাডোম কোচ, রেস্তোরাঁ এসবই এবার আপনার সফর সঙ্গী হতে চলেছে। এই সফল হবে এবার বাংলাতেই।

কাঁচ দিয়ে ঘেরা, রেস্তোরাঁ, এসি কোচে চড়ে এবার ভ্রমণ করা যাবে বাংলার জলপাইগুড়ি থেকে দার্জিলিং। আগামী সোমবার থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। কুয়াশা কাটিয়ে পাহাড়ি পথে ছুটবে ভিস্তাডোম কোচ নিয়ে টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে এই সুখবর দেওয়া হয়েছে পর্যটকদের।

পূজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের বিপুল পরিমাণে সমাগম হয়ে থাকে। পাহাড়ে পর্যটকদের বিপুল পরিমাণে আগমন এবং তাদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই ধরনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। ইতিমধ্যেই এই ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে অনলাইন অথবা অফলাইন দুই ক্ষেত্রেই।

তবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে এর আগেও ভিস্তাডোম কোচ চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং চালু করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণেই তা বন্ধ হয়ে যায়। সেই পরিষেবাকে পুনরায় চালু করার জন্য তোড়জোড় শুরু করেছে রেলওয়ে।

আপাতত এই ট্রেন প্রতি সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার এবং শনিবার ছাড়বে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে। দার্জিলিং থেকে ছাড়বে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। যাত্রী পিছু ভিস্তাডোম কোচের জন্য ভাড়া রাখা হয়েছে ১৫০০ টাকা এবং রেস্তোরাঁ কোচের জন্য ভাড়া রাখা হয়েছে ১৩০০ টাকা।