কবে চালু হবে হাওড়া পুরি বন্দে ভারত, কনফার্ম তারিখ জানালো রেল

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার ব্যাপক এই চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। ভারতীয় রেলের তরফ থেকেও গণপরিবহনের লাইফ লাইনকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করা হচ্ছে।

ভারতীয় রেলকে উন্নত থেকে উন্নততর করার এই পর্যায়ের যুগান্তকারী একটি পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অত্যাধুনিক এই ট্রেনটি তৈরি হয়েছে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে। এখনো পর্যন্ত দেশে যে সকল প্রিমিয়াম ট্রেন যাতায়াত করে তাদের মধ্যে সবচেয়ে বেশি গতিসম্পন্ন হলো এই ট্রেনটি। যে কারণে এই ট্রেনকে সেমি হাই স্পিড ট্রেনের আখ্যা দেওয়া হয়েছে।

ভারতের বিভিন্ন রুটে ইতিমধ্যেই একের পর এক বন্দে ভারত চলাচল করছে। এরই মধ্যে বাংলার বুকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি একটি বন্দে ভারত যাতায়াত করে। আর বাংলা থেকে দ্বিতীয় বন্দে ভারত যাতায়াত করার অপেক্ষা। দ্বিতীয় বন্দে ভারত হিসাবে হাওড়া থেকে পুরি পর্যন্ত একটি বন্দে ভারত চালু হতে চলেছে। এই রুটে ট্রায়াল রান শেষ হওয়ার পর এখন কেবল ট্রেনটি বাণিজ্যিকভাবে যাতায়াতের জন্য উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

কবে যাতায়াত শুরু করবে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস, এ নিয়ে কৌতূহলের শেষ নেই আমজনতার মধ্যে। অবশেষে সেই কৌতূহল দূর করতে ভারতীয় রেল জানিয়ে দিল কবে থেকে বাণিজ্যিকভাবে যাতায়াত করবে হাওড়া পুরি বন্দে ভারত। এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ মে থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাতায়াত শুরু করবে।

তবে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে কেবলমাত্র বাণিজ্যিকভাবে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস চালুর তারিখের বিষয়টি বলা হয়েছে। বাকি অন্য কোন তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সময়ের পরিপ্রেক্ষিতে টাইম টেবিল, ভাড়া, স্টপেজ ইত্যাদির বিষয়ে তথ্য পেশ করা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে।