শেষ মুহূর্তে বাড়লো PAN কার্ডের সাথে AADHAAR লিঙ্ক করার সময়সীমা

নিজস্ব প্রতিবেদন : একাধিক PAN কার্ড এবং সেই সকল কার্ড ঘিরে নানান আইনবিরুদ্ধ কার্যকলাপ ঠেকাতে কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে PAN কার্ডের সাথে AADHAAR লিঙ্ক করানোর। দীর্ঘ কয়েক বছর ধরেই এই প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া চলাকালীন বহু মানুষকেই তা সম্পন্ন করতে দেখা গেছে, তবে এখনো এই প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকেই বাকি রয়েছেন।

এমত অবস্থায় কেন্দ্রের তরফ থেকে বারংবার PAN কার্ডের সাথে AADHAAR লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর পর অন্তিম সময়সীমা হিসাবে ধার্য করা হয় ৩১ মার্চ ২০২১। প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন হয়তো এই সময়সীমা ফের বাড়ানো হবে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে সময়সীমা বাড়ানো নিয়ে এদিন বিকাল পর্যন্ত কোনরকম ‘টু’ শব্দ করা হয়নি। যার পরে অধিকাংশ মানুষকে নড়েচড়ে বসতে দেখা যায় লিঙ্ক করার জন্য। আর তার ফলশ্রুতি হিসেবে আয়কর দপ্তরের ওয়েবসাইটে প্রবল চাপের কারণে গোলযোগ দেখা দেয়। এই অভিযোগ পেয়ে ফের একবার আয়কর দপ্তর লিঙ্ক করার অন্তিম সময়সীমা বাড়ালো।

আয়কর দপ্তরের তরফ থেকে শেষ মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করে এই সময়সীমা বৃদ্ধির কথা বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী PAN কার্ডের সাথে AADHAAR লিঙ্ক করার অন্তিম সময়সীমা আরও তিন মাস বাড়লো। নতুন সময়সীমা হিসাবে ধার্য করা হয়েছে ৩০ জুন ২০২১। আর এই সময়সীমা বৃদ্ধির কারণে ফের একবার স্বস্তি পেলেন যারা এখনো লিঙ্ক করার নি।

[aaroporuntag]
প্রসঙ্গত, আয়কর আইনের ১৩৯এএ(২) ধারা অনুযায়ী যে ব্যক্তিদের ২০১৭ সালের ১ জুলাইয়ের আগে প্যান কার্ড তৈরি তাদের এই লিঙ্ক করানো বাধ্যতামূলক। এর পাশাপাশি আয়কর অ্যাক্ট, ১৯৬১-র মধ্যে একটি নতুন ধারা ২৩৪এইচ যোগ করা হয়েছে, যে ধারা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও লিঙ্ক না হলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা করা হতে পারে।