দীপাবলীর আগেই সুখবর, এই পরিমাণ DA বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদন : দীপাবলীর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতে পারেন সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের এই সরকারি কর্মচারীদের DA নিয়ে হতে পারে এমন সুখবরের ঘোষণা। পাশাপাশি এই মন্ত্রিসভার বৈঠকেই অনুমোদিত হতে পারে গতি প্রকল্পের। যে প্রকল্প দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এদিনের এই মন্ত্রিসভার বৈঠকে প্রেজেন্টেশন পেশ করা হবে সরকারি প্রকল্পের রুপায়ণ এবং নজরদারি সম্পর্কে। এমন মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত করে থাকেন। যেখানে গুরুত্বপূর্ণ বিষয়ের সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের প্রেজেন্টেশন পেশ করেন। এই সকল বৈঠক থেকে সমস্ত মন্ত্রীরা বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প সম্পর্কে অবহিত হন।

এদিনের এই মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা অর্থাৎ DA বৃদ্ধির ঘোষণা হলে তা দীপাবলীর উপহারের মতই। সূত্র মারফত জানা যাচ্ছে এদিনের এই বৈঠকে যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয় তাহলে তার তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। DA ছাড়াও DR বৃদ্ধি পেতে পারে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রেও তিন শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ২৮ শতাংশ হারে কেন্দ্র তাদের কর্মচারীদের মহার্ঘভাতা অর্থাৎ DA এবং DR দিয়ে থাকে। সেই জায়গায় যদি নতুন করে ৩ শতাংশ DA এবং DR বৃদ্ধি পায় তাহলে DA এবং DR ৩১ শতাংশ হয়ে যাবে। আর এই পরিমাণ DA বৃদ্ধি পেলে কর্মীদের বেতনের অংশ অনেকটাই বাড়বে।

ধরা যাক কোনো কর্মীর বেসিক পে ১৮,০০০ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমান বেতন কমিশন অনুযায়ী তিনি মহার্ঘভাতা পেয়ে থাকেন ৫,০৪০ টাকা। নতুন করে যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে তার মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৫,৫৮০ টাকা। অর্থাৎ নতুন মহার্ঘভাতা অনুযায়ী তিনি ৫৪০ টাকা বেশি পাবেন।