‘বাংলার শিক্ষা ও সংস্কৃতিতে উন্নয়নের জোয়ার’, কলেজে অভূতপূর্ব নৃত্য, তৃণমূলকে কটাক্ষ অনুপমের

নিজস্ব প্রতিবেদন : বাঁকুড়ার ‘চাতরা রামাই পন্ডিত মহাবিদ্যালয়’, যেখানে নবীন বরণ উপলক্ষ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যা নাকি তৃণমূল পরিচালিত। আর সেই অনুষ্ঠান নিয়ে শুরু বিতর্ক। বাংলার শাসক দল পরিচালিত এই নবীন বরণ অনুষ্ঠানকে ‘ শাসক দলের উন্নয়নের জোয়ারের সাথে’ তুলনা করে তৃণমূলকে কটাক্ষ করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তণ সাংসদ অনুপম হাজরা।

আসলে ওই নবীনবরণ অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত বা লোকগান, আবৃত্তি – ইত্যাদির বদলে বেজেছে হিন্দি গান ও তার সাথেই চটুল নাচ। এই ঘটনাকে কেন্দ্র করে সেই অনুষ্ঠানের এক টুকরো ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় ছেড়ে শাসকদলের দিকে ব্যঙ্গ করেছেন অনুপম হাজরা। তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লিখেছেন, “রাজ্যের “শিক্ষিত এবং সংস্কৃতিবান” শাসক দলের উন্নয়নের জোয়ারে প্রায় ভেসে যাওয়ার উপক্রম বাংলার শিক্ষা ও সংস্কৃতি !!!
বাঁকুড়া জেলার “চাতরা রামাই পন্ডিত মহাবিদ্যালয়”এ তৃণমূল পরিচালিত নবীন-বরণ অনুষ্ঠানে দেখা গেল “বাংলার সংস্কৃতি-বাহক” এক অভূতপূর্ব নৃত্য !!!”

অনুপম হাজরার এমনিতেই সোশ্যাল মিডিয়ায় যেকোনো বিষয় নিয়ে সরব হওয়ায় রীতি দীর্ঘদিনের। যা নিয়ে পূর্বেও অজস্র তর্ক বিতর্ক হয়েছে, এমনকি তিনি তৃণমূলে থাকা কালীনও তাঁর এই ফেসবুকে সরব হওয়া নিয়ে বারংবার বিড়ম্বনায় পড়তে হয়েছে শাসকদলকে। আর এখন তো তিনি গেরুয়া শিবিরে।

অনুপম হাজরা আজও চটুল নাচের সেই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সরব হতেই অজস্র সাধারন মানুষ কলেজের এই অনুষ্ঠানের চটুল নাচ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। ইতিমধ্যেই শাসকদলের একটি পোস্টারে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যাওয়ায় ক্ষোভ রয়েছে অনেকেরই। তারপর এই ভিডিও পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনরকম উত্তর পাওয়া যায়নি।