Debit ও Credit কার্ডের নিয়মে আসছে পরিবর্তন, কি কি সুবিধা পাবেন ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদন : নাগরিকদের সুরক্ষার্থে সরকার বিভিন্ন সময় নানান পরিবর্তন করে থাকে। সেইরকমই আর্থিক লেনদেনের সুরক্ষার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় নানান পরিবর্তন আনে। এবার এই একই পথে পা রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড টোকেনাইজেশন নির্দেশিকা জারি করেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকায় বলা হয়েছিল, লেনদেনের সঙ্গে জড়িত কোন সংস্থা তাদের গ্রাহকদের কার্ডের ডেটা নিজেদের সার্ভারে সংরক্ষণ করে রাখতে পারবে না। এই নিয়ম চালু হওয়ার কথা ছিল চলতি বছর ১ জানুয়ারি। তবে তা বাড়িয়ে করা হয় ১ জুলাই। সেইমতো আগামী মাস থেকে জারি হতে চলেছে নতুন এই নিয়ম।

নতুন নিয়ম জারি হলে ব্যবহারকারীর ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের ডেটা সংরক্ষণ করে রাখার অধিকার রয়েছে কেবল মাত্র ব্যাঙ্ক অথবা কার্ড গ্রাহকদের। এর ফলে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন সময়ে যে নানান ধরনের প্রতারণার ঘটনা ঘটে থাকে তা অনেকটাই রুখে দেওয়া যাবে বলে মনে করছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

এই নিয়ম চালু হয়ে যাওয়ার পর একজন কার্ড ব্যবহারকারী টোকেন অনুরোধকারীর দেওয়া অ্যাপে একটি অনুরোধের মাধ্যমে কার্ডটি টোকেনাইজড পেতে পারেন। টোকেন অনুরোধকারী কার্ড নেটওয়ার্কে অনুরোধটি ফরোয়ার্ড করবে যা কার্ড প্রদানকারীর সম্মতিতে, কার্ড, টোকেন অনুরোধকারী এবং ডিভাইস সম্মিলিত ভাবে একটি টোকেন ইস্যু করবে। এক্ষেত্রে ১৬ সংখ্যার একটি প্রক্সি নম্বর যাবে বিক্রেতার কাছে। তারপর আপনি সিভিভি এবং ওটিপি দিলে লেনদেন সম্পন্ন হবে।

যদিও এই বিষয়টি গ্রাহকদের কাছে বাধ্যতামূলক নয়। গ্রাহকরা তাদের কার্ড টোকেনাইজ করতে দেবেন কিনা তা তাদের বেছে নিতে পারবেন। সে ক্ষেত্রে গ্রাহকদের উপরই নির্ভর করছে তারা কিভাবে কেনাকাটার সময় পেমেন্ট করবেন। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন যে নিয়ম আনতে চলেছে তাতে গ্রাহকদের কার্ডের সুরক্ষা কয়েকগুণ বেড়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।