করোনা সংক্রমণ রোধে নয়া আবিষ্কার, দরজায় দাঁড়ালেই বাজবে বেল

নিজস্ব প্রতিবেদন : স্পর্শ ছাড়াই বেজে উঠবে কলিং বেল। কলিং বেলের ছোঁয়া থেকে সংক্রামিত হবার ভয় থাকবে না আর। এমনই এক অভিনব আবিষ্কার করে খবরের শিরোনামে উঠে এসেছে দিল্লির শালিমার বাগের মর্ডান পাবলিক স্কুলের ছাত্র সার্থক জৈন।

সার্থকের আবিস্কৃত কলিং বেলের কাছে অর্থাৎ দরজার কাছে এলেই বেজে উঠবে কলিং বেল। বেল টেপার আগেই বেরিয়ে আসবে বাড়ির লোক অথবা কর্পোরেট হাউসের গেট কিপার। ফলে একদিকে যেমন ছুঁতে হবে না কলিং বেল, অন্যদিকে সামনে থাকা ব্যক্তি আগেই সচেতন হয়ে যাবেন অন্য ব্যক্তির উপস্থিতির খবর। স্পর্শ ও দূরত্ব রক্ষা করায় সহজেই প্রতিরোধ করা যাবে এই সংক্রামিত করোনা ভাইরাস। সামান্য কিছু সরঞ্জাম ও স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে সার্থক জৈন আবিস্কার করে ফেলেছে এই অভিনব কলিং বেলের।

সে জানিয়েছে, আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে কাজ করবে এই আবিস্কার। প্রায় ৩০-৩৫ সেন্টিমিটার দূরত্ব এসে কোন ব্যক্তি দাঁড়ালেই এই প্রযুক্তি ওই ব্যক্তির উপস্থিত চিহ্নিত করতে পারবে। এবং স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠবে এই নতুন প্রযুক্তির কলিং বেল। বর্তমান সময়ে এই অভিনব জীবন রক্ষা করা সার্থকের আবিস্কার প্রশংসা কুড়িয়েছে দেশবাসীর।

অনুমান করা হচ্ছে এই স্মার্ট কলিং বেল হয়ে উঠতে পারে সামনের দিনে সংক্রমণ প্রতিরোধের অন্যতম হাতিয়ার।