সহজেই কেদারনাথ পৌঁছে দেবে বন্দে ভারত, দেখে নিন সময়সূচী আর খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের গণপরিবহনের আস্থা হল রেল পরিষেবা। এই রেল পরিষেবাকে আরও উন্নত থেকে উন্নততর করার জন্য ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত চালু করছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। রেল সূত্রে জানা যাচ্ছে, স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত প্রতিমাসে দেশের বিভিন্ন প্রান্তে ৬ থেকে ৭টি বন্দে ভারত চালু হবে। এবার সেই রকমই একটি বন্দে ভারত চালু হলো উত্তরাখণ্ডে (Uttrakhand)।

Advertisements

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারতের ফ্ল্যাগ অফ করেন। এই ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি তিনি জানান, এই ট্রেনটি খুব সহজেই ধর্মপ্রাণ মানুষদের শিব ধাম কেদারনাথে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ট্রেনটি নতুন দিল্লির সঙ্গে দেরাদুনের সংযোগ স্থাপন করবে। পাশাপাশি প্রত্যেকের আশা অন্যান্য রুটের মতো জনপ্রিয়তা অর্জন করবে দিল্লি-দেহরাদুন রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি (Delhi-Dehradun Vande Bharat Express)।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধনের পর ২৯ মে থেকে সাধারণ যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। সপ্তাহের বুধবার বাদে ৬ দিন নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি। দিল্লি থেকে দেরাদুন ৩০২ কিলোমিটার রাস্তা অন্যান্য ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে যেখানে কয়েক ঘন্টা সময় লাগে সেই জায়গায় বন্দে ভারতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা ৪৫ মিনিট।

Advertisements

তবে দিল্লি দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ভাড়া তুলনামূলক বেশি অন্যান্য বেশ কিছু রুটের তুলনায়। এই রুটের ট্রেনটিতে চেয়ার কারের জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হবে ১০৬৫ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য যাত্রীদের খরচ করতে হবে মাথাপিছু ১৮৯০ টাকা। এই রুটে যে বন্দে ভারত ট্রেনটি চালু করা হলো তার কামরা সংখ্যা মাত্র আট। অর্থাৎ এটি আধা বন্দে ভারত বলা যেতে পারে।

দিল্লির আনন্দ বিহার রেল স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে বিকাল ৫ঃ৫০ মিনিটে। মাঝে মিরাট, মুজাফ্ফরনগর, সাহারানপুর, রুরকি ও হরিদ্বারে দাঁড়ানোর পর রাত ১০:৩৫ মিনিটে দেরাদুন পৌঁছাবে।

Advertisements