৭.৫ শতাংশ সুদ, মহিলাদের জন্য নতুন সেভিংস স্কিম নিয়ে এলো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : দেশের কেন্দ্র সরকার (Central Govt) এবং রাজ্য সরকারগুলির তরফ থেকে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বা স্কিম চালু করা হচ্ছে। এই সকল প্রকল্প বা স্কিম চালু করার মূল উদ্দেশ্য হলো মহিলাদের আরও এগিয়ে যেতে সাহায্য করা। এর জন্য যেমন রয়েছে স্বনির্ভর গোষ্ঠী ঠিক সেই রকমই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হলো নতুন একটি সেভিংস স্কিম (Savings Scheme)।

২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে নতুন এই স্কিমের কথা ঘোষণা করা হয়। নতুন এই যে স্কিমের ঘোষণা করা হয়েছে সেই স্কিমে টাকা সঞ্চয় করে মহিলারা অনেক বেশি সুদ পেতে পারেন। কেন্দ্রের তরফ থেকে মহিলাদের জন্য এই যে নতুন স্কিম আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে Mahila Samman Saving Certificate।

এই সেভিংস স্কিমে প্রাপ্তবয়স্ক মহিলারা টাকা সঞ্চয় করে রাখতে পারবেন। এর পাশাপাশি শিশুকন্যার নামেও টাকা সঞ্চয় করে রাখা যাবে। অন্যান্য সাধারণ সঞ্চয় প্ল্যানের তুলনায় এখানে টাকা সঞ্চয় করে রাখলে সুদ অনেক বেশি পাওয়া যায়। এই প্রকল্পে যারা টাকা সঞ্চয় করে রাখবেন তারা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে সর্বোচ্চ দু’লক্ষ টাকা রাখা যেতে পারে। টাকা রাখা যাবে দু’বছরের জন্য। অন্যান্য বিভিন্ন প্রকল্পে টাকা রেখে ৭.৫% সুদ পাওয়া যেতে পারে, তবে মোটা এই সুদ পাওয়ার জন্য দীর্ঘ মেয়াদী প্রকল্প বেছে নিতে হয়। সুতরাং কেন্দ্রের এই প্রকল্প খুব সহজে বেশি সুদ দিতে পারে মহিলাদের।

এছাড়াও এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), Senior Citizens Small Savings Scheme (SCSS), জাতীয় সঞ্চয় প্রকল্প (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনার মত এই প্রকল্পেও ৮০ সি ধারায় (Section 80C) আয়করে ছাড় পাওয়া যাবে। নতুন এই প্রকল্প ১ এপ্রিল থেকে চালু হবে।