দিদির সুরক্ষা কবজে সুরক্ষা হারালেন দেবাংশু, ক্ষোভের মুখে ছাড়লেন এলাকা

লাল্টু : রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবজ। রাজ্যের শাসক দল তৃণমূল তাদের সরকারের বিভিন্ন প্রকল্পকে নতুন করে এলাকার বাসিন্দাদের সামনে তুলে ধরার জন্য এই কর্মসূচি শুরু করেছে। তবে এই কর্মসূচিতে এসে শুক্রবার ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে।

শুক্রবার দেবাংশু ভট্টাচার্য দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দুবরাজপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে যান। পরিদর্শনে বের হওয়ার আগে তার মুখে শোনা যায় পঞ্চায়েত নির্বাচনে ‘খেলা হবে না’। বিরোধীদের প্লেয়ার না থাকার কারণে খেলা হবে না বলে দাবি করেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে দারুণ ফলাফল করবে তাদের দল এমনই দাবি করা হয়।

তবে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়ে যখন তিনি বিভিন্ন এলাকায় ঘুরতে শুরু করেন তখন তাকে ঘিরে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। পানীয় জল থেকে নর্দমা বিভিন্ন ইস্যু নিয়ে তাকে এলাকার বাসিন্দাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে দেবাংশু ভট্টাচার্যকে একপ্রকার শিকার করে নিতে হয় স্থানীয় নেতৃত্বদের নিয়ে কিছু সমস্যা রয়েছে।

দেবাংশু ভট্টাচার্য জানান, “কোথায় কতটা কাজ হয়েছে তা দেখার জন্যই আমরা এলাকায় এসেছি। সব জায়গায় সমান ভাবে কাজ হয়নি। কোনো কোনো জায়গায় ভালো কাজ হয়েছে, কোন কোন জায়গায় হয়নি। আমি সবকিছু দেখে গেলাম। উচ্চ নেতৃত্বের কাছে বিষয়টি জানাবো।”

দেবাংশু ভট্টাচার্য এদিন যখন দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে যান তখন পরপর দু’জায়গায় তাকে ক্ষোভের মুখে পড়তে হয়। একটি এলাকায় পরিস্থিতি সামনে নিলেও ডিহিপাড়ায় এতটাই ক্ষোভ তৈরি হয় যে তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।