মা মনসার খোলা চোখ হঠাৎ হল বন্ধ! বীরভূমের ঘটনা নিয়ে কি বলছে বিজ্ঞান

লাল্টু : বীরভূমের দুবরাজপুরের ডাঙ্গালতলায় রয়েছে একটি মনসা মন্দির। যেখানে রবিবার সকাল থেকেই একটি ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়। শোরগোল ছড়াবেই না বা কেন, কেননা এই মন্দিরে যে মা মনসার মূর্তি রয়েছে সেই মা মনসার চোখ সকাল থেকে হঠাৎ বন্ধ দেখতে পান স্থানীয়রা। প্রতিদিনের মতো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসে এদিন ভোর বেলায় এমন ঘটনা চোখে পড়ে।

মা মনসাকে এমন চোখ বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় দুবরাজপুরের ডাঙ্গালতলার মনসা মন্দিরে। ঘটনার পর বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ ছুটে আসেন। এমনকী যে সকল ব্যবসায়ীরা দুবরাজপুর বাজার আসেন তাঁরাও ভীড় জমান ওই মন্দিরের সামনে। হিন্দুধর্মের লৌকিক সর্পদেবী, যিনি পরবর্তীকালে পৌরাণিক দেবী রূপে পরিগণিত হন, সেই মা মনসাকে ঘিরে এমন ঘটনা এলাকায় শোরগোল তৈরি করে।

স্থানীয় বাসিন্দা মেনোকা বাগদি জানান, “সকাল বেলায় এসে দেখি মা মনসা চোখ বন্ধ করে রয়েছে। তারপর জল দেওয়া হয় চোখে মুখে। সকাল থেকে এই ঘটনা ঘটেছে আর এই ঘটনা দেখার জন্য দূরদূরান্ত থেকে বহু মানুষের আগমন ঘটে।”

স্থানীয় আরেক বাসিন্দা সাগর দে জানান, “ঘটনা অলৌকিক নাকি অন্য কিছু বলতে পারব না। যেটা সবাই দেখেছেন সেটাই বলছি। তবে এই রকম ঘটনা আমাদের এলাকায় এর আগে কখনো ঘটেনি। এমন ঘটনা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে। এখন কি কারণে এমনটা ঘটলো তা জানা নেই।”

মন্দিরের সেবায়েত দিলীপ গড়াই জানিয়েছেন, “কিভাবে এমন ঘটনা ঘটলো বলতে পারব না। তবে আমি এসে দেখতে পাই চোখে টিপ পরানো ছিল। রাতের বেলায় কিভাবে অথবা কে চোখে টিপ পরালো তা বলতে পারব না।”

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শুভাশিস গড়াই এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, “এর মধ্যে অলৌকিকতার কোন বিষয় নেই। অলৌকিকতার বিষয়টি সম্পূর্ণ ভ্রান্ত। আমরা ওই মন্দিরের সরজমিনে যেতে চাই এবং পরিদর্শন করে এর কারণ জানাব। তবে স্থানীয় মুখে যা শুনেছি তাতে চোখে কিছু পড়ে গিয়েছিল এবং সেই কারণেই এমন ঘটনা ঘটেছে।”