সমগ্র দেশের বিদ্যুতের দাম এক করতে বিদ্যুত্‍ আইনে বদল আনছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : এবার আসতে চলেছে বিদ্যুৎ আইনে সংশোধন। দেশ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, সরকার এমন এক ব্যবস্থা করতে চলেছে যাতে পুরো দেশে বিদ্যুতের দাম হবে একই।

তিনি এও বলেন, সারা দেশে বিদ্যুতের দাম এক করতে বিদ্যুৎ আইন ২০০৩ কে সংশোধন করা হবে। কেন্দ্র সরকার চাইছে পুরো দেশে বিদ্যুতের একই দাম থাকুক। এনিয়ে চলছে চিন্তাভাবনা।

তবে এক্ষেত্রে জানা প্রয়োজন যে, দেশে যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলি ঋণে ডুবে ছিল সেগুলির আর্থিক সক্ষমতা বাড়িয়ে তোলার জন্য ২০১৫ সালের নভেম্বর মাসে UDAY (Ujwal DISCOM Assurance Yojana) চালু করা হয়েছে, যা থেকে জানা যায়, ১৬ টি রাজ্যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির উপর থেকে আর্থিক বোঝা কমাতে চায়। এই আর্থিক বোঝা কমানোর লক্ষ্যে ২.৩২ লক্ষ কোটি টাকার একটি বন্ড চালু করা হয়েছে। এর লক্ষ্য ছিল ২.৬৯ লক্ষ কোটি টাকা আদায় করা। এই বন্ডের হিসেবে ২৫ টি রাজ্যে সমস্ত টেকনোলোজি আর বাণিজ্যিক ক্ষতি ২১.০৯ শতাংশ ছিল যা সরকার কমিয়ে ১৫% করতে চাইছে।