পেট্রোপণ্যকে GST-এর আওতায় আনার প্রস্তাব কেন্দ্রের, আমজনতার লাভ কতটা

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। চলতি বছর ফেব্রুয়ারি মাসে যেভাবে দাম বেড়েছে তা ভারতের ইতিহাসে নজিরবিহীন।

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দিনদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। আর এই সকল মূল্যবৃদ্ধির কারণে আমজনতার মধ্যে বাড়ছে ক্ষোভ। এমত অবস্থায় পেট্রোপণ্যকে GST-এর আওতায় আনার প্রস্তাব দিলো কেন্দ্র। কিন্তু প্রশ্ন হল GST-এর আওতায় এলে আমজনতার লাভ কতটা হবে?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার অসমে পেট্রোপণ্যকে GST-এর আওতায় আনার প্রস্তাবের বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, “আমরা এই পেট্রোপণ্যকে GST-এর আওতায় আনার প্রস্তাব দিয়েছি। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে GST কাউন্সিল।” এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এটাও দাবি করেন যে, “পেট্রোপণ্য GST-এর আওতায় এলে আমজনতার লাভ হবে। নিয়ন্ত্রণ হতে পারে পেট্রোল-ডিজেলের দাম।”

পাশাপাশি তিনি দাবি করেছেন, পেট্রোপণ্য GST-এর আওতায় এলে সাধারণ মানুষ লাভের সম্মুখীন হলেও ক্ষতির সম্মুখীন হবে রাজ্য সরকারগুলি। কারণ সেক্ষেত্রে রাজ্যগুলির পেট্রোপণ্য থেকে লভ্যাংশের পরিমাণ কমে যাবে।

[aaroporuntag]
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের ট্যাক্স। কারণ বর্তমানে যে ট্যাক্সের ফরমেট রয়েছে তাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিপুল পরিমাণে ট্যাক্স পেয়ে থাকে। এর উপর আবার রয়েছে সেস, ডিলার কমিশন এবং অন্যান্য খরচ। যে কারণে এই পেট্রোল ডিজেল যখন আম জনতার হাতে এসে পৌঁছাচ্ছে তখন তার দাম আকাশছোঁয়া হয়ে পড়ছে।