নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে যেমন ছন্নছাড়া ভাবেই লক্ষ্য করা যাচ্ছিল। তবে অবশেষে সেই ছন্নছাড়া ভাব কাটে চলতি আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ারে। ব্যাট হাতে মাঠে নেমে একেবারেই পুরাতন ছন্দেই লক্ষ্য করা যায় তাকে। আর এই পুরাতন ছন্দে ফিরতেই সাক্ষী আবেগ ধরে রাখতে পারলেন না।
চলতি আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ারে পুরাতন ছন্দে ফিরে ছয় বলে ১৮ রান করলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন তার ইনিংসে ছিল একটি ছক্কা এবং তিনটি বাউন্ডারি। তিনি এদিন আবারও নিজেকে প্রমাণ করলেন গ্রেট ফিনিশার হিসাবে। এই ছয় বলে ১৮ রান করে ক্যাপ্টেন কুল অপরাজিত থাকেন।
মহেন্দ্র সিং ধোনির এইভাবে পুরাতন ছন্দে প্রত্যাবর্তন ভক্তদের মন জয় করেছে। অন্যদিকে যখন মহেন্দ্র সিং ধোনি মাঠে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন সেই সময় তার স্ত্রী সাক্ষীর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ধরা পড়েছে ক্যামেরায়। এমনকি আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
এদিনের এই খেলায় চেন্নাই সুপার কিংস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তুলে। একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই দিল্লি এই ম্যাচ জিতে যাবে। তবে সেই মনে হওয়া সফল হয়নি মূলত ঋতুরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। তবে ঋতুরাজ এবং মঈন আলি আউট হয়ে যাওয়ার পর কিছুটা হলেও চাপে পড়তে হয় চেন্নাইকে।
The finisher ???? #Thala #Dhoni #WhistlePodu #IPL2021
Look At #SakshiDhoni Emotion ?❤? https://t.co/ooCkRfS9FY— #TeamRakul (@TeamRakul10) October 10, 2021
তবেই চাপে পড়লেও একজন বিশ্ব সেরা ফিনিশার হিসাবে মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নেমে এই ম্যাচ অনায়াসেই জিতে নেন। মহেন্দ্র সিং ধোনিকে এদিন আগের মতই ছন্দে দেখা যায়। যখন ক্যাপ্টেন কুল বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন সেই সময় সাক্ষীকে দেখা যায় তাদের মেয়ে জিভাকে ধরে একপ্রকার কেঁদেই ফেলেছেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।