দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে বিপাকে পড়লেন অভিষেক, আইনি পদক্ষেপ নিলো বিজেপি

নিজস্ব প্রতিবেদন : দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে হুংকার দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই হুংকার দেওয়ার পাশাপাশি তিনি জানিয়েছিলেন, ‘আমি নাম করে বলছি। পারলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক।’ আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলে সেই পথেই হাঁটলো রাজ্য বিজেপি।

সাতগাছিয়ায় রবিবার তৃণমূলের তরফ থেকে একটি সভা করা হয়। যে সভায় মূল কেন্দ্রবিন্দু ছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য রাখার সময় তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে নানান দিক দিয়ে কটাক্ষ করেন। তার বলার ভাষা বুঝিয়ে দেয় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাম না করেই মুখ খুলছেন। আর এর পরেই উঠে আসে ‘ভাইপো’ প্রসঙ্গ। যে প্রসঙ্গে তিনি বলেন, “আমার নাম নিয়ে বলার বুকের পাটা নেই প্রধানমন্ত্রীরও।”

আর এর পরেই তিনি বলেন, “আমি বাংলার বীর সন্তান। আমি তো নাম নিয়ে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। সুনীল দেওধর বহিরাগত। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। পারলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক।”

আর তৃণমূল সাংসদের এই হুঁশিয়ারির পর সোমবারই রাজ্য বিজেপির তরফ থেকে নেওয়া হলো আইনি পদক্ষেপ। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আইনজীবী একটি আইনি নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে দিলীপ ঘোষের ক্ষমা চাইতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে জানান। আর তা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হলো।