তৃণমূল নেতাদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলীপের

শুধু মুসলিম ভোটে কাজ হচ্ছে না, তাই হিন্দুদের বোকা বানাতে চাইছে মমতা। কাটমানি ইস্যুতে ফের বীরভূমে সান দিলেন বিজেপির জেলা সভাপতি দিলীপ ঘোষ। উঠে এলো পুজো কমিটিকে দেওয়া অনুদানের প্রসঙ্গ।

অমরনাথ দত্ত : বৃহস্পতিবার বীরভূমের লাভপুরে একটি জনসভা করেন দিলীপ ঘোষ এবং সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “টাকা বের করবে না সব গুলোকে জেলে ঢোকাবে। যে পঞ্চায়েত, জেলা পরিষদের নেতা তাকে সিউড়ির জেলে পাঠাবো। যে আরেকটু বড় নেতা এমএলএ তাকে কলকাতা সেন্ট্রাল জেলে পাঠাবো আলিপুরে। আর যে এমপি হবে তাকে ভুবনেশ্বরে জগন্নাথ দর্শনের জন্য পাঠাবো।”

এরপর তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, “উনি দেখছেন শুধু মুসলিম ভোট নিয়ে জেতা যাচ্ছে না, বিজেপি জিতে যাচ্ছে। তাই উনি দীঘা গিয়েছিলেন, দীঘা গিয়ে বলেছেন জগন্নাথ মন্দির বানাবো। হঠাৎ কেন জগন্নাথ মন্দির? এখন হিন্দুদের বোকা বানাতে হবে তাই।”

এরপর তিনি পুজো কমিটিগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়াকে শুরু করেন কটাক্ষ। বলেন, “গত বছর ১০০০০ টাকা দিয়েছিল কিন্তু তাতেও লোকে ভোট দেয়নি, তাই এবার ২৫০০০ টাকা দিচ্ছে। গত বছর ১০০০০ টাকা দিয়ে দিদিমনির ছবি লাগাতে হয়েছিল মন্দিরে মন্দিরে। যারা বলেছিল মায়ের মন্দিরে দিদিমনির ছবি লাগাবো না, মা দুর্গার ছবি আছে তাদেরকে বলেছিলো চেক ফেরত দাও। চেক ফেরত নিয়ে চলে গেছে। ২৫০০০ টাকা নেওয়ার আগে জিজ্ঞাসা করে নাও কার কার ছবি লাগাতে হবে। পিসি, ভাইপো, মেয়র, না পাড়ার লোক । ২৫০০০ টাকা নেওয়ার আগে সব জেনে নিন নইলে আবার চেক ফেরত হয়ে যাবে।”