এই সাপটি চিনতে ভুল করলেই বিপদ, সতর্ক করলেন দীনবন্ধু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন : ইদানিংকালে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে ভয়ঙ্কর বিষধর চন্দ্রবোড়া সাপ। এইসব এতটাই বিষধর যে, এই সাপে কামড়ালে এক সেকেন্ড সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও এই সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়। সুতরাং আগাম এই সাপকে চিনতে হবে এবং সতর্ক থাকতে হবে, এমনটাই জানাচ্ছেন জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস।

দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, চন্দ্রবোড়া বেঁটে, মোটা, বিষধর সাপ। এদের মাথাটা তিনকোনা এবং গায়ের রং কাঠের মত। শরীরে তিন সারি গোল গোল চিহ্ন থাকে। এদের বিশেষত্ব হচ্ছে, পেশার কুকারের সিটির মতো দীর্ঘক্ষণ ধরে আওয়াজ করতে পারে। পাশাপাশি এই সাপ শীত ঘুমে যায় না, বরং শীতকালই হলো তাদের প্রজনন কাল। যে কারণে শীতকালেও এই সাপ বহুসংখ্যক লক্ষ্য করা যায়।

এই সাপের সঙ্গে অজগর সাপের বাচ্চার অনেকটা সাদৃশ্য থাকার কারণে বহু মানুষই সাপ চিনতে ভুল করেন। এর ফলে চন্দ্রবোড়া সাপকেও অনেকে অজগরের বাচ্চা ভেবে কাছে চলে যান বা তাকে ধরে রাখার চেষ্টা করেন। এই মারাত্মক ভুলের কারণে মারাত্মক বিপদ আসতে পারে বলে জানিয়েছেন দীনবন্ধু বিশ্বাস।

মারাত্মক বিষধর এই চন্দ্রবোড়া সাপ ঝোপঝাঁড়, নদীর পাড়, ভাগার এই সকল জায়গায় থাকতে পছন্দ করে। সেই সকল জায়গা মানুষের দখলে চলে আসার কারণে খুব সহজেই এই সাপের ইদানীংকালে দেখা মিলছে।

দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, এই সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে। এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। আর বাঁধন কোনভাবেই দেওয়া যাবে না।