পেশায় আইআইটি প্রফেসর, ৬০ বছর বয়সে ভারতের বরিষ্ঠ সুপার মডেল দিনেশ

নিজস্ব প্রতিবেদন : বয়স তাঁর কাছে কেবলমাত্র যেন একটা সংখ্যা। নিজের ক্যারিয়ার হিসাবে যখন তিনি মডেলিংকে বেছে নিয়েছিলেন তখন তাঁর বয়স ৬০। তবে এই বয়সেও তিনি যা করে দেখালেন তা অনেক স্বল্পবয়সী যুবকদের হার মানাবে, অল্প বয়সী যুবকরা করেও দেখাতে পারবে না। ইনি হলেন ভারতের বরিষ্ঠ সুপার মডেল দিনেশ মোহন। যিনি নিজে বয়সের কোনো ধার ধারেন না। প্রতিদিন নিয়ম করে জিম করেন, ফটোশ্যুটও করেন। স্টাইল স্টেটমেন্টে যেকোনো মডেলকে টেক্কা দিচ্ছেন তিনি।

দিনেশ মোহন দিল্লীর আইআইটির একজন অধ্যাপক। অধ্যাপকের কাজের চাপে খাবারের অনিয়ম এবং কাজের জন্য তাঁর ওজন অনেক বেড়ে গিয়েছিল। নিজের কাজে সারাদিন ব্যস্ত থাকায় চেয়ার ছেড়ে ওঠার সময় পেতেন না। প্রতিদিন ঠিকঠাক সময়ে খেতেও পেতেন না। নিজের সাদামাটা জীবন নিয়ে তিনি মোটেই খুশি ছিলেন না। তখন তিনি একটু আলাদা কিছু করার তাগিদ অনুভব করলেন। আর তারপরেই তিনি একটি জিমে যেতে শুরু করেন। শুরু হলো তাঁর নিজেকে বদলে ফেলার প্রক্রিয়া।

এই প্রক্রিয়ায় আসার পর ২০০৪ সালে তিনি নিজের চাকরি থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে তিনি জিমে ভর্তি হন। চার বছর কঠোর পরিশ্রমের পর তাঁর ওজন ১৩০ কেজি থেকে কমে দাঁড়ায় ৭১ কেজিতে। ২০১৬ সালে তাঁর জন্মদিনে তিনি তাঁর প্রথম ফটোশ্যুট করান, আর তারপর তাঁকে আর কোনদিন পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি এখন ভারতের একজন সুপার মডেল।

এই আইএইটির অধ্যাপক নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলের নাম রেখেছেন ‘সিলভার ফক্স’। আর তারপর নিজের ইনস্টাগ্রাম একাউন্টে নিজের দুর্দান্ত সব ছবি শেয়ার করে দিন দিন বাড়িয়ে চলেছেন তাঁর ফ্যান, ফলোয়ারের সংখ্যা।