হাসপাতালের ডাস্টবিনে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় দুবরাজপুর হাসপাতালে জেলাশাসক

লাল্টু : গত ১৫ই অক্টোবর সন্ধ্যায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের প্রসূতি বিভাগের শৌচাগারের ডাস্টবিন থেকে উদ্ধার হয় একটি সদ্যজাত পুত্র সন্তান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে, চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলাবাসীদের মধ্যে। কারণ হাসপাতালের মধ্যেই ডাস্টবিন থেকেই সদ্যজাত উদ্ধার এযাবৎ নজিরবিহীন।

ঘটনার পর সদ্যজাত শিশু উদ্ধার ঘিরে তদন্তে নামে দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার তদন্তের পাশাপাশি আজ ওই গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু। এছাড়াও এই পরিদর্শনে উপস্থিত ছিলেন এসডিও সদর রাজীব মন্ডল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি, ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, সিআই দুবরাজপুর আস্তিক মুখার্জি, দুবরাজপুর বিডিও (আই.এ.এস.) প্রিয়দর্শিনী ভট্টাচার্য, এছাড়াও দুবরাজপুর ওসি শেখ মহঃ আলী। প্রশাসনিক কর্তারা আজ দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালে হাসপাতালের নিরাপত্তা নিয়ে একপ্রস্থ বৈঠকও করেন। পাশাপাশি প্রসূতি বিভাগ পরিদর্শন করে নিরাপত্তা বিষয় খুঁটিয়ে দেখেন।

বৈঠক শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, “হাসপাতালে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে আজ আমরা এসেছি। কারণ দিন কয়েক আগেই হাসপাতাল থেকে একটি সদ্যজাত শিশু উদ্ধার হয়। সে কারনে সিসিটিভির কভারেজ যেন বাড়ানো যায় তার জন্য আমরা আলোচনা করতে এসেছিলাম। আমরা হাসপাতালে নিরাপত্তা বিষয়ে সমস্ত রকম আশ্বাস দিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে।”