‘৭-১৫ দিন ঘরে বসে থাকুন, করোনায় কিছু হবে না’, অনুব্রত মণ্ডল

অমরনাথ দত্ত : বিশ্বের পাশাপাশি দেশ ও রাজ্যে দিনের পর দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দুজনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এমত অবস্থায় সরকারের অনুরোধ, মাত্র দিন কয়েক যতটা সম্ভব বাড়িতে থাকুন। পাশাপাশি হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথাও সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত ১৪ ঘণ্টার জনতা কারফিউয়ের কথা জানিয়েছেন। আর একই সুর শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গলাতেও।

বোলপুরে শুক্রবার অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক ডেকে জানান, “করোনাভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা নিয়েছে তা অকল্পনীয়। করোনাভাইরাস নিয়ে কোনরকম গুজব ছড়াবেন না। আর এই করোনাভাইরাস রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন ১৫ দিন বাড়ি থেকে বের হবেন না।”

তবে ঘরে বন্দি থাকলে রোজগার হবে কি করে? পেটে খাবার জুটবে কোথা থেকে? এই প্রসঙ্গ তুলে অনুব্রত মণ্ডল জানান, “সব রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ঘরে ঢুকে থাকতে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ১৫ দিন ঘরে ঢুকে থাকতে। আর ঘরে ঢুকে থাকলেও চিন্তা নেই, সরকারের তরফ থেকে মাথাপিছু ৫ কেজি করে চাল দেওয়া হবে। অর্থাৎ আগে যে চাল ২ টাকা করে কিনতে হতো, সেটাও কিনতে হবে না।”

পাশাপাশি তিনি এদিন এও জানান, “যারা বাইরে কাজ করতে গিয়েছেন আমাদের জেলা থেকে তারা যেন বাড়ি ফিরে এলে আগে হাসপাতালে গিয়ে মেডিকেল টেস্ট করিয়ে নেয়। আমি আমার জেলার ব্লক সভাপতি ও অন্যান্য কর্মীদের তাদের শনাক্ত করার জন্য বলেছি। এখানে তো ভয়ের কোন কারন নাই। হাসপাতালে যাবে টেস্ট করিয়ে নিয়ে চলে আসবে। আর করোনা ভাইরাস নিয়ে কোন রকম গুজব ছড়াবেন না।”