ভোটে সৌমিত্রর বিপক্ষে লড়াইয়ে সুজাতা! তৈরি হচ্ছে চরম জল্পনা

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। সৌমিত্রর সাথে বিচ্ছেদের পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তিনি সৌমিত্রর বিপরীতে প্রার্থী (Candidate) হতে চান কিনা এই প্রশ্নের পর আবার তিনি এক বিস্ফোরক জবাব দিলেন।

সৌমিত্রর নির্যাতন প্রসঙ্গে সুজাতা বলেন, আমি এতটাই অত্যাচারে জর্জরিত হয়েছিলাম যে রাত তিনটের সময় আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। পরের দিন আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে অভ্যর্থনা জানিয়েছিলেন। আমার কাছে সেটাই ছিল বাঁচার লড়াই। সুজাতা বলেন তিনি না থাকলে সৌমিত্র খাঁ আজ যে জায়গায় পৌঁছেছে সেখানে যেতে পারতেন না।

যদিও প্রথমে সৌমিত্রর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাননি সুজাতা (Sujata Mondal)। কিন্তু, এরপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। সৌমিত্র এবং সুজাতার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সৌমিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুজাতা। গত ১৬ জানুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদ মামলাও শেষ হয়েছে।

সুজাতা (Sujata Mondal) আরও বলেন, সেই দিনগুলোর কথা যখন ভাবি আজও অন্যরকম লাগে। বাইরে গনগনে তাপ। তার মধ্যেই প্রচার করে গিয়েছিলাম সৌমিত্রর জন্য। এরপর জিতেও যান সৌমিত্র খাঁ। বর্তমানে তিনি বিষ্ণুপুরের সাংসদ। তবে রাজনৈতিক জীবনেও সুজাতা আর সৌমিত্র আজ ভিন্ন মেরুর। এখনও বিজেপিতেই রয়ে গিয়েছেন সৌমিত্র খাঁ। আর বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন সুজাতা। সুজাতা বলেন, একজন লম্পট, বিষাক্ত মানুষের সাথে সম্পর্ক না রেখে তিনি বেরিয়ে আসতে পেরেছি এটাই অনেক।

কিন্তু যখন সুজাতাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি সৌমিত্রর বিরুদ্ধে প্রার্থী হতে চান কিনা? তিনি তখন অত্যন্ত সতর্কতার সঙ্গে উত্তর দেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সৌমিত্র যে নামের পাশে এমপি ট্যাগটা লিখতে পারছেন তার পেছনে যে সুজাতার রক্তক্ষয়ী সংগ্রাম আছে সেটা অনেকেই জানেন। তবে এখন সৌমিত্র খাঁ তাঁর সাংসদ ক্ষেত্রে আর ভালো কাজ করতে পারছেন না। আর তাকে এলাকায় দেখাও যায় না। তাই মানুষ ক্ষোভে ফুঁসছে। আর রাজনীতিতে পরবর্তীতে কী হবে কেউ জানে না। তার মতে সৌমিত্র আর প্রার্থীপদ নাও পেতে পারে। আর দল সুজাতাকে যে দায়িত্ব দেবে তা তিনি পালন করবেনই। তবে তিনি প্রার্থী হতে চান কি না এই প্রশ্নের জবাব সুজাতা এড়িয়ে গিয়েছেন বার বারই।

সুজাতার (Sujata Mondal) কথা অনেকটা শোনায় সেই জনপ্রিয় গানের লাইনের মতো, কিচ্ছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া। তবে সেই ভালোবাসার, সেই মনের মানুষের নাকি সন্ধান পেয়ে গিয়েছেন সুজাতা। এমন ইঙ্গিত মিলেছে। শুভদিনও নাকি আসন্ন। সেই শুভদিনে সৌমিত্রকে যে তিনি আমন্ত্রণ জানাবেন না সেই ইঙ্গিতও মিলেছে তার কথায়।