Bangla news : ছেড়ে চলে গিয়েছে মা, বাঘের বাচ্চাদের মানুষ করছে কুকুর

নিজস্ব প্রতিবেদন : মা তো মা হয়। বাচ্চাদের দত্তক নিয়ে মানুষ করা মূলত মানুষের ক্ষেত্রেই দেখা যায়। তবে এমন দত্তক নিয়ে মানুষ করা এবার প্রাণীদের ক্ষেত্রেও লক্ষ্য করা গেল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে কুর্নিশ জানিয়েছেন দর্শকরা।

যেমন ঘটনাটি ঘটেছে বাঘের বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে। বাঘের বাচ্চারা বাঘের কাছেই মানুষ হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু এই ভিডিওতে দেখা গিয়েছে, বাঘের বাচ্চারা মানুষ হচ্ছে কুকুরের কাছে। খুব সুন্দর ভাবে একটি কুকুর বাঘের বাচ্চাদের খেয়াল রাখছে।

জন্ম একজন দিলেও অন্যজনের কাছে মানুষ হওয়ার এমন ঘটনাটি ঘটেছে তিনটি বাঘের বাচ্চার ক্ষেত্রে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, তিনটি বাঘের বাচ্চাকে লালন পালন করছে একটি ল্যাব্রাডর। ধৈর্য ধরে ঐ ল্যাব্রাডর এক জায়গায় বসে রয়েছে আর তার আশেপাশে খেলা করছে ওই তিন বাঘের বাচ্চা।

জানা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি চিড়িয়াখানার। ভাইরাল হওয়া ওই ভিডিও থেকে জানা গিয়েছে, জন্মের পর ওই তিন বাঘের বাচ্চার মা তাদের ছেড়ে চলে যায়। এর পরেই ওই ল্যাব্রাডর ওই তিন বাঘের বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকদের মধ্যে ওই ল্যাব্রাডরকে কুর্নিশ জানানোর পাশাপাশি বাঘের বাচ্চাগুলির অবস্থা দেখে মন খারাপ।

https://twitter.com/apieceofnature/status/1525717693004800000?t=LJbAyRWWUuKsn7V7NfJW9A&s=19

ভাইরাল হওয়া এই ভিডিওটি টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, এমন ঘটনাটি ঘটেছে চিনের কোন এক চিড়িয়াখানায়।