দেশের ৬ শহর থেকে কলকাতা বিমান পরিষেবায় জারি হলো নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন : বিমান পরিষেবা নিয়ে রাজ্য সরকারের প্রথম থেকেই আপত্তি ছিল বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। যে কারণে দেশের ৬টি শহর থেকে বিমান যাতে কলকাতায় না আসে তার জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অনুরোধের পরিপ্রেক্ষিতে উল্লেখিত ৬ শহর থেকে বিমান পরিষেবা বন্ধ হয় কলকাতা বিমান বন্দরে। আর এই পরিষেবা বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হলো।

মুম্বই, পুণে, দিল্লি, চেন্নাই, নাগপুর এবং আমদাবাদ এই শহরগুলি থেকে বিমান ওঠানামা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপত্তি জানানো হয়। যে কারণে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে অনুরোধ করেন যাতে কলকাতা বিমানবন্দরে উল্লেখিত ৬টি শহর থেকে বিমান না আসে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুরোধ অনুসারে কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই মাসের ৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত উল্লেখিত ৬ টি শহর থেকে কোনরকম বিমান ওঠানামা করবে না। এরপর এই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয় ৩১ শে জুলাই পর্যন্ত। তবে ৩১ শে জুলাইয়ের আগেই এই সিদ্ধান্তের সময়সীমা বাড়ানো হলো ১৫ আগস্ট পর্যন্ত।

অর্থাৎ রাজ্য সরকারের অনুরোধ এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে দেশের ৬টি শহর মুম্বই, পুণে, দিল্লি, চেন্নাই, নাগপুর এবং আমদাবাদ থেকেই কোন রকম ঘরোয়া উড়ান কলকাতা বিমানবন্দরে আসবেনা আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত। এর পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য এবং অন্যান্য রাজ্যের শহরগুলি থেকেও পশ্চিমবঙ্গে যে কয়েকটি দিন পূর্ণ লকডাউন হিসাবে ধার্য করা হয়েছে সেই দিনগুলিতেও কোনরকম উড়ান আসবে না বা যাবে না। অগাস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ পুরোদস্তুর লকডাউন হবে রাজ্যজুড়ে।