ভারতীয় রেলে যুগান্তকারী পদক্ষেপ, আসছে অত্যাধুনিক এসি ডবল ডেকার কোচ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলে যুগান্তকারী পদক্ষেপ। আসতে চলেছে অত্যাধুনিক এসসি ডবল ডেকার কোচ। একাধিক সুবিধাযুক্ত এই কোচগুলির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ রুটগুলিতে যাত্রী সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে ভারতীয় রেলের। অত্যাধুনিক এই কোচগুলি তৈরি হচ্ছে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কোচ তৈরি হয়েও গেছে।

এসি ডবল ডেকার এই কোচগুলির যাবতীয় অনুমোদন পাওয়ার জন্য আপাতত পাঠানো হয়েছে লখনউয়ে রেলের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনে। আর সেখান থেকে অনুমোদন পেলেই এই কোচগুলি ছুটতে শুরু করবে দেশের গুরুত্বপূর্ণ রুটগুলিতে বলেই জানিয়েছে ভারতীয় রেল বোর্ড।

ডবল ডেকার এই কোচগুলির অত্যাধুনিক ব্যবস্থা

কোচগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই কোচগুলি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটলেও যাত্রীদের যেন নূন্যতম ঝাঁকুনি অনুভূত হয় তার জন্য অত্যাধুনিক এয়ার স্প্রিং সাসপেনশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রতিটি ডবল ডেকার করছে ১২০ জন যাত্রী বসার আসন পাবেন। উপরতলায় থাকবে ৫০ টি আসন, নিচের তলায় থাকছে ৪৮ টি আসন এবং দুই তলার মধ্যবর্তী জায়গায় থাকছে ২২ টি আসন।

প্রতিটি কোচের দরজা অটোমেটিক এবং স্লাইডিং। মেট্রোরেলের মত থাকছে ব্যবস্থা।

কোচের মধ্যেই থাকছে প্যাসেঞ্জার ইনফরমেশন অর্থাৎ যাত্রা সম্পর্কিত নানান তথ্য পাওয়ার জন্য নির্দিষ্ট এলইডি স্ক্রীন।

কোচের মধ্যে থাকছে আগুন অথবা ধোঁয়া সনাক্তকারী স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা।

যাত্রীদের বসার জন্য থাকছে অত্যাধুনিক সিট। পাশাপাশি পা মেলার জন্য থাকছে যথেষ্ট জায়গা। আরামদায়ক যাত্রার জন্য যা অত্যন্ত জরুরী।

পাশাপাশি থাকছে মোবাইল ও ল্যাপটপ চার্জিং সকেট।