করোনাকালে শিশুদের যেকোনো সমস্যায় ফোন করলেই পরামর্শ দিচ্ছেন ডাঃ অরণ্য দত্ত

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে যখন দেশের প্রতিটি কোণায় করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্করভাবে আছড়ে পড়েছে ঠিক সেই সময় প্রত্যেকেই আতঙ্কের মধ্যে নিজেদের সময় অতিবাহিত করছেন। আর এই আতঙ্কের মাঝে আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিশুরা। কারণ শিশুদের নানান সময় নানান শারীরিক সমস্যা হয়ে থাকে। আর এই পরিস্থিতিতে যখন চিকিৎসক খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সেই সময় অভিভাবকদের মুশকিল আসানে হাজির সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক অরণ্য দত্ত।

তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে বাইরে না বেরোনোই ভালো। এই পরিস্থিতিতে যদি কোন বাচ্চার কোন রকম সমস্যা হয় তাহলে তাঁর ফোন নম্বরে সরাসরি ফোন করলে তিনি ফোন মারফত যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়ি গিয়ে দেবেন। ফোন করার সময় অবশ্যই কাগজ, পেন হাতের কাছে নিয়ে ফোন করতে অনুরোধ করেছেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে হাসপাতালের ডিউটি থাকাকালীন ফোন রিসিভ করতে না পারলে পরে যোগাযোগ করতে।

যোগাযোগের নম্বর হিসেবে তিনি যে নম্বরটি দিয়েছেন সেটি হল 9609502445। ফোন করার সময় হিসাবে তিনি দিনে দুটি নির্দিষ্ট সময় দিয়েছেন। সকাল দিকে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকাল দিকে বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নির্দ্বিধায় ফোন করা যেতে পারে বলে জানিয়েছেন।

[aaroporuntag]
প্রসঙ্গত, ডাঃ অরণ্য দত্ত এর আগেও গত বছর অর্থাৎ করোনার প্রথম ঢেউ এসে আছড়ে পড়ার সময় ব্যক্তিগত উদ্যোগে এই পরিষেবা চালু করেছিলেন। আর সেই পরিষেবা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুনরায় চালু করলেন।