৩৫০ জনকে ফিরিয়েও নিজে ফিরছেন না, ইউক্রেনে ভারতীয়দের ত্রাতা পৃথ্বীরাজ

নিজস্ব প্রতিবেদন : ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে সুন্দর এই দেশটি। গোলাগুলির আওয়াজ আর প্রাণ হারানোর ভয়ে প্রতিনিয়ত এই দেশ ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পাড়ি দিচ্ছেন অন্য দেশে। আবার অন্যান্য দেশ থেকে সেই দেশে যাওয়া প্রবাসীরাও দ্রুত দেশ ছাড়ছেন।

তবে এই ইউক্রেন ছাড়ার হিড়িকের মধ্যে ভিন্ন চরিত্রের এক মানুষকে দেখা গেল। যিনি নিজের প্রাণের কোনরকম ভয়-ভীতি না করে ভারতীয় পড়ুয়াদের বাঁচাতে ব্যস্ত। এই অন্যমাত্রার ব্যক্তিটি হলেন বাঙালি চিকিৎসক অধ্যাপক ডাঃ পৃথ্বীরাজ ঘোষ। যারা বাঙ্গালীদের বারংবার ভীতু বলে কটাক্ষ করে আসছেন তাদের সেই কটাক্ষকে এক নিমেষে দূর করে দিয়েছেন এই বাঙালি।

বাঙালি এই চিকিৎসক অধ্যাপক ইতিমধ্যেই ৩৫০ ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরতে সাহায্য করেছেন। ইচ্ছে করলে তিনিও তাদের সঙ্গে ইউক্রেন ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। বরং ৩৭ বছর বয়সী এই অধ্যাপকের বক্তব্য, তিনি পালাতে শেখেননি, তিনি তাদের জন্য পরে রয়েছেন।

তাদের বলতে যে সকল ভারতীয় ছাত্ররা ইউক্রেনে ডাক্তারি পড়ার জন্য গিয়েছেন। তারা প্রত্যেকেই তার কাছে ছাত্রসম। ইতিমধ্যেই বহু পড়ুয়া ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও এখনও অনেকেই আটকে রয়েছেন বলেই জানিয়েছেন তিনি।

পৃথ্বীরাজ ঘোষ হলেন কলকাতার বাসিন্দা। বাড়িতে রয়েছেন বাবার প্রদীপ ঘোষ এবং মা ব্রততী ঘোষ। এই বাবা-মায়ের স্বাভাবিকভাবেই ছেলেকে নিয়ে চিন্তা হচ্ছে। বিশেষ করে যখন ইউক্রেনে এমন ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। তবে এর পাশাপাশি তারা ছেলেকে নিয়ে গর্ব করছেন, ছেলের সাহসিকতা এবং উদারতা দেখে।