পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার ডাক্তার সুশোভন ব্যানার্জি পেলেন গিনেস রেকর্ডসের সার্টিফিকেট

অমরনাথ দত্ত : চিকিৎসার জন্য যখন সাধারণ মানুষকে চিকিৎসকের কাছে কাঁড়িকাঁড়ি টাকা গুনতে হয় সে সময় কয়েক দশক ধরে মাত্র ১ টাকায় রোগীদের চিকিৎসা দিয়ে বীরভূমের বোলপুরের হরগৌরী তলার চিকিৎসক সুশোভন ব্যানার্জি নজির গড়ে চলেছেন। আর এই নজির গড়ার কারণে এমবিবিএস, এমএফপিএ, ডিসিপি এই চিকিৎসক সাক্ষাৎ ভগবান হয়ে উঠেছেন সাধারণ মানুষদের সামনে। দীর্ঘ কয়েক দশক মানুষের সেবায় নিয়োজিত থাকার কারণে চলতি বছর ২৬ শে জানুয়ারি তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। আর এরপর ভারতের গন্ডী ছাড়িয়ে তাঁর কাছে এলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি সার্টিফিকেট। বৃহস্পতিবার তাঁর এমন সার্টিফিকেট আসে বোলপুরে।

চিকিৎসক সুশোভন ব্যানার্জি এমন সার্টিফিকেট পেয়েছেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং কয়েক দশক ধরে সর্বাধিক মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করার জন্য। তাঁকে ১ টাকায় চিকিৎসা করার পাশাপাশি যেকোনো মুহূর্তে দেখা গিয়েছে মুমূর্ষু রোগীদের পাশে থাকতে। একসময় যখন ২০১৯ সালের জুন মাসে রাজ্যজুড়ে চলছিল চিকিৎসকদের ধর্মঘট তখনও চিকিৎসা ক্ষেত্রে তাঁর কলম পাঁচ মিনিটের জন্য থেমে যায়নি। তিনি সেসময় সাধারণ রোগীদের পাশে থেকেই চিকিৎসকদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এরপরেও বর্তমান করোনা আবহে যখন দেশে লকডাউন জারি হয় তখন বহুসংখ্যক চিকিৎসককে দেখা গিয়েছিল প্রাইভেট চিকিৎসা বন্ধ করে দিতে। সে ক্ষেত্রে তিনি অকুতোভয়, চিকিৎসা চালিয়ে গেছেন দিনের পর দিন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে সার্টিফিকেট পাওয়ার খবর পেয়ে স্বভাবতই খুশি হয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, “জীবনে যত সম্মান এবং পুরস্কার পাচ্ছি তাতে দিনের পর দিন দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে। জানিনা আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে আর কতদিন এই সকল দায়িত্ব বহন করতে পারবো।”

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট নিয়ে তিনি আরও জানান, “আমার কাজের ভিত্তিতে রমেশ শিবম টেলিফোনে আমার সাথে দুদিন কথা বলেন। তারপর তারা এই সার্টিফিকেটটি পাঠিয়ে দিয়েছেন। মানুষ পুরস্কৃত হলে যেমন আনন্দিত হয় স্বভাবত আমিও আনন্দিত হয়েছি।”

দুঃস্থ দরিদ্রদের কাছে সাক্ষাৎ ভগবান স্বরূপ এই চিকিৎসকের একের পর এক সম্মান ও পুরস্কার প্রাপ্তি দিনের পর দিন গর্বিত করছে বাংলাকে, গর্বিত করছে বীরভূম জেলাকে।