করে দেখালো ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি হল চালকবিহীন যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে পাশ্চাত্যের বহু দেশ এই ধরনের যুদ্ধবিমান তৈরি করেছে। বিভিন্ন দেশ এই ধরনের যুদ্ধবিমান তৈরি করার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও এমন বিমানের ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। তবে এবার পাশ্চাত্যের এই সকল দেশগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ভারতীয় প্রযুক্তি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হলো এমন চালকবিহীন যুদ্ধবিমান।

চালক ছাড়াই আকাশে উড়ে শত্রুপক্ষের উপর নিশ্চিদ্র আক্রমণ হানাতে সক্ষম এমন যুদ্ধবিমানের সফল পরীক্ষা হল শুক্রবার। কর্ণাটকের চিত্রদুর্গায় এই বিমান পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

ডিআরডিও-র তরফ জানানো হয়েছে, “আমরা একটি যুদ্ধবিমান তৈরি করতে চেষ্টা চালাচ্ছিলাম। ভারতেই তৈরি যুদ্ধবিমানটি আজ সফলভাবে পরীক্ষা করা হল। এই ঘটনাকে অত্যন্ত বড় সাফল্য হিসাবে ধরা হচ্ছে। তবে এখনও এই বিমানের কোনও নাম দেওয়া যায়নি। এই বিমানে পাইলট লাগবে না। টেক অফ করার পরে নির্দিষ্ট জায়গা পর্যন্ত উড়ে গিয়েছে বিমানটি। তারপরে নিখুঁতভাবে মাটিতে নেমে এসেছে।”

দিন কয়েক আগেই বায়ু সেনার তরফ থেকে এই ধরনের যুদ্ধবিমান তৈরি করার কথা জানানো হয়েছিল। সেই ঘোষণার পরেই এমন সফলতা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে কয়েক ধাপ এগিয়ে দিল। এই পরীক্ষাকে মাইলস্টোন বলে আখ্যা দেওয়া হয়েছে ডিআরডিও-এর তরফ থেকে।

ডিআরডিও-র তরফ থেকে জানানো হয়েছে, “এই পরীক্ষা করে আমরা প্রমাণ পেয়েছি যে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হব আমরা। প্রতিরক্ষা ক্ষেত্রে এমন জটিল প্রযুক্তি সফল ভাবে ব্যবহার করে আত্মনির্ভরতার পথে এগিয়ে গিয়েছি আমরা।” এর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ডিআরডিওকে অনেক অভিনন্দন। এই যুদ্ধবিমান চালানোর পরীক্ষা আত্মনির্ভর ভারত গড়ে তোলার পথে অন্যতম সফল প্রয়াস। ভবিষ্যতেও এমন ভাবেই ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে স্বদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে।”