সুখবর, খুব তাড়াতাড়ি শিশুরা পাবেন করোনা টিকা, ছাড়পত্র কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শিশুদের করোনা টিকা নিয়ে সুখবর মিলেছে। এই পর্যায়ে দু’বছর থেকে ১৮ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। আর এই বিষয়ে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল। স্বাভাবিকভাবেই এই খবর দেশের জন্য স্বস্তি।

ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, দু’বছর বয়স থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ করানোর জন্য টিকার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ছাড় দেওয়া হয়েছে। দিন কয়েক আগেই এই বয়সীদের টিকা দেওয়ার ক্ষেত্রে দুটি টিকা জাইকোভ ডি ও কোভ্যাক্সিনকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। তবে শেষমেশ অনুমোদনের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ভ্যাকসিন কোভ্যাক্সিনকেই বাজিমাত করতে দেখা গেল। বর্তমানে জরুরী ভিত্তিতে এই ভ্যাকসিন অনুমোদন পেয়েছে।

এর পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দু’বছর বয়স থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে খুব তাড়াতাড়ি কোভ্যাক্সিনের ছাড়পত্র পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র মারফত জানা যায় গত সপ্তাহেই কোভ্যাক্সিন টিকার প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে। পাশাপাশি জরুরী ভিত্তিতে এই টিকা ব্যবহার করার ছাড়পত্র পাওয়ার জন্য সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাজেশনের কাছে।

অন্যদিকে কোভ্যাক্সিনের শিশুদের জন্য এই টিকার নিরাপত্তা নিয়ে এইমসের চিকিৎসক সঞ্জয় রাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ট্রায়ালে লক্ষ্য করা গিয়েছে কোভ্যাক্সিনের ব্যবহার বড়দের ক্ষেত্রে যতটাই নিরাপদ ঠিক ততটাই নিরাপদ শিশুদের ক্ষেত্রেও। এই টিকা নিয়ে কোনোরকম সন্দেহ করার কারণ নেই।

তবে কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই টিকার ক্ষেত্রে অনুমোদন দেওয়ার ঘোষণা করা না হলেও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সরকার যেমন খুব তাড়াতাড়ি এই টিকার অনুমোদনের বিষয়ে ঘোষণা করতে চলেছে ঠিক তেমনই খুব তাড়াতাড়ি তা দেশজুড়ে উপলব্ধও হতে চলেছে।