৫০০ কোটির ব্যবসা ছুঁয়ে ফেলল DTDC-র, জন্ম কোথায়, জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : কুরিয়ার সার্ভিস হিসেবে দেশজুড়ে যার নাম রয়েছে তা হলো DTDC। শুধু ভারত নয়, এর পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবসা করে এখন এই সংস্থা ৫০০ কোটি টাকা ব্যবসা ছুঁয়ে ফেলেছে। তবে যে সময় এবং যার হাত দিয়ে এই সংস্থার জন্ম তা জানলে যে কেউ অবাক হতে বাধ্য।

চিঠিপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করার ক্ষেত্রে পোস্ট অফিসের পরিষেবায় বড় ফাঁক রয়েছে তা ৯০ এর দশকে টের পেয়েছিলেন বীমা সংস্থায় কর্মরত বাঙালি এক যুবক। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা ওই বাঙালি যুবক শুভাশিস চক্রবর্তী প্রথম দিকে বিষয়টি হালকাভাবে শুরু করলেও পরে তার মধ্যে নতুন কিছু করার তাগিদ জন্মায়। সেখান থেকেই তিনি নিরাপদ বীমা সংস্থার চাকরি ছেড়ে খুলে ফেলেন নিজস্ব এই কুরিয়ার সার্ভিস এবং যার নাম দেন DTDC।

এরপর ধীরে ধীরে এই কুরিয়ার সার্ভিস দেশের অন্যতম কোরিয়ার সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে পুরোটাই যেন ইতিহাস। এই সংস্থার বর্তমানে সারাদেশে রয়েছে ৪টি জোনাল অফিস, ২০টি প্রাদেশিক অফিস, ৫৭০টি অপারেটিং স্থল এবং প্রায় ৪০ হাজার কর্মী। সব মিলিয়ে প্রতিমাসে এই সংস্থা প্রায় ১ কোটি ২৫ লক্ষ পার্সেলের লেনদেন করে থাকে।

ভারতের গন্ডি টপকে বিদেশের মাটিতে ব্যবসা ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বের সেরা কুরিয়ার সার্ভিসগুলির সঙ্গে হাত মিলিয়ে DTDC তার ব্যবসা ছড়িয়ে দিয়েছে ব্রিটেন, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, অষ্ট্রেলিয়া, চিন, সিঙ্গাপুর এবং অন্য একাধিক এশিয়া মহাদেশের দেশে।

বাঙালি শুভাশিস চক্রবর্তী সেই সময় এমন একটি সংস্থা তৈরি করার কথা ভেবেছিলেন যে সময় হয়তো পোস্ট অফিস ছাড়াও এমন পরিষেবা চালু করা যেতে পারে তা হয়তো কেউ ভেবে উঠতে পারেননি। এর পাশাপাশি তার দূরদৃষ্টিটা তার এই সংস্থাকে আজ এই জায়গায় এনেছে।