গৃহবধূকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার এক ব্যক্তি

লাল্টু : এক গৃহবধূকে অপহরণের অভিযোগ উঠলো দুবরাজপুর শহরে। অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গতরাতে গ্রেপ্তার করে। আজ ওই ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, গতকাল দুবরাজপুরের মনি বাউরী নামে এক গৃহবধূ দুবরাজপুরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে টাকা তােলার জন্য বের হন। ঠিক সেই সময় ব্যাঙ্কের সামনে থেকে তাকে একটি গাড়িতে চাপিয়ে অপহরণ করা হয়। মনি বাউরীর স্বামী গঙ্গা বাউরী এই ঘটনার জেরে গতকাল দুবরাজপুর থানায় অপহরণে যুক্ত থাকার অভিযোগে
প্রত্যূষ দত্ত মোদি নামে শহরেরই এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ প্রত্যুষ দত্ত মুদিকে গ্রেপ্তার করে।

আজ তাকে দুবরাজপুর আদালতে তােলা হয়। তদন্ত চলাকালীন মনি বাউরীকে আসানসােলের নর্থ থানা থেকে উদ্ধার করা হয়। উভয়কে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে তদন্তকারীদের পক্ষ থেকে। গৃহবধূর গােপন জবানবন্দি প্রার্থনা করা হয় আদালতের নিকট। আদালত তা মঞ্জুর করে।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বিচারক। যেখান থেকে অপহরণ করা হয় গৃহবধূকে সেই জায়গাটির পুননির্মাণ করা হয়।