সুশৃঙ্খলভাবে মহরম পালনের বার্তা দুবরাজপুর থানার শান্তি কমিটির বৈঠকে

লাল্টু : এ মাসের ১০ তারিখ পালিত হবে মহরম। আর এই মহরমকে কেন্দ্র করে কোথাও যেন কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য দুবরাজপুর থানায় মঙ্গলবার এলাকার মহরম কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি কমিটির বৈঠক হয়। এই বৈঠকে মহরমের দিন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো হয় প্রশাসনিকভাবে। পাশাপাশি অস্ত্র নিয়ে মহরমে নামা সত্যিই কি গুরুত্বপূর্ণ, তাও তুলে ধরা হয় এলাকার মহরম কমিটিগুলির প্রতিনিধিদের সামনে।

শান্তি কমিটির বৈঠকে দুবরাজপুর থানার ওসি শেখ মহঃ আলী জানান, “আমরা এলাকায় একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে বসবাস করি। তাই সব সময় আপনাদের খেয়াল রাখতে হবে নিজেদের উৎসব পালনের জন্য অন্য কারোর যেন কোনরকম ব্যাঘাত না ঘটে। মহরম উপলক্ষে যেকোনো জায়গায় শোভাযাত্রা বের করার আগে অবশ্যই থানায় জানাবেন।”

দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর নাজির উদ্দিন জানান, “একটা ছোট ছেলে খোলা রাস্তার মধ্যে অস্ত্র নিয়ে মহরমের শোভাযাত্রায় হাঁটবে, এটা কিন্তু মহরম নয় বা আমাদের উদ্দেশ্যও নয়। মহরম হল ইসলাম ধর্মের শোকের উৎসব, যা হযরত মহম্মদের স্মৃতিকে এখনো পর্যন্ত উজ্জীবিত রেখেছে। আর এই মহরম নিয়ে আমাদের পাশের বাড়িতে অসুবিধা হবে বা অশান্তির সৃষ্টি হবে, তা আমাদের লক্ষ্য নয়। সুতরাং মহরমকে সেই ভাবে পালন করার দায়িত্ব আপনাদের।”

দুবরাজপুর পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান মির্জা সৈকত আলী জানান, “কারবালার যুদ্ধে হজরত মহম্মদের প্রপৌত্র হুসেনকে হত্যা করেন। অন্যায়ের বিরুদ্ধে হুসেন লড়াই করেছিলেন। তাঁরই স্মৃতির উদ্দেশ্যে এই মহরম। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি এই মহরম।”

প্রসঙ্গত এই শান্তি কমিটির বৈঠকে দুবরাজপুর থানায় আজ উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায়, দুবরাজপুর থানার ওসি সেখ মহম্মদ আলি, আবগারি দপ্তরের আধিকারিক, দুবরাজপুর তৃণমূল শহর সভাপতি পীযুষ পান্ডে, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান মীর্জা সৌকত আলি, প্রাক্তন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, ইসলামপুর গ্রাম ষােলআনার পক্ষ থেকে
শেখ সর্দার আলি সহ মহরম কমিটির প্রতিনিধি।