ফের বীরভূমে উদ্ধার বোমা

লাল্টু : বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে তাজা বোমা। সেমত আজও বীরভূমের দুবরাজপুর থানা এলাকায় পুলিশ দশটি তাজা বোমা উদ্ধার করে।

গোপন সূত্রে খবর পেয়ে আজ দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামের একটি কালভার্টের নিচ থেকে ওই বোমাগুলি উদ্ধার করে।

দিনের পর দিন বীরভূমে রাজনৈতিক অথবা অন্যান্য সংঘর্ষ ঘিরে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক মহলের অনেকেই বীরভূমকে বোমার স্তুপ বলে আখ্যা দিয়েছেন। আর বারবার এই বোমাবাজির ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। মাসখানেক আগেই রাতভর তল্লাশি চালিয়ে একের পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে।

আর এবারও জেলা পুলিশের বিশেষ নির্দেশে দুবরাজপুর থানার পুলিশ এলাকার বিভিন্ন পোরো বাড়ি বা যেসকল বাড়িতে কেউ থাকেন না সেইসব এলাকায় তল্লাশি শুরু করেছে। এছাড়াও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য দুবরাজপুর থানা পুলিশ বিভিন্ন গ্রামে টহলও দিচ্ছে, আর এই টহলে কখনো কখনো সিআরপিএফ জওয়ানদের দেখা যাচ্ছে।

আজও উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। অন্যদিকে পুলিশ খতিয়ে দেখছে এই বোমাগুলি কে বা কারা ওই জায়গায় রেখেছিল কি উদ্দেশ্য নিয়ে।