তিন তিনটি বাঘকে ঘোল খাওয়ালেও শেষ রক্ষা হলো না ছোট্ট হাঁসের

নিজস্ব প্রতিবেদন : প্রাণীকুলের মধ্যে যে সকল হিংস্র প্রাণী রয়েছে তার মধ্যে বাঘ অন্যতম। জঙ্গলে বাঘ দেখলেই অন্যান্য প্রাণীরা ভীতসন্ত্রস্ত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। কারণ এই বাঘ শিকারকে ছিঁড়ে খায়। সিংহ জঙ্গলের রাজা হয়ে থাকলেও বাঘের প্রতি প্রতিটি প্রাণীর ভয় আলাদা।

তবে এমন হিংস্র বাঘকে ঘোল খাইয়ে ছাড়লো একটি হাঁস। একটি বাঘ নয়, তিন তিনটি বাঘকে বেশ কিছুক্ষণ ধরে ঘোল খাওয়াতে করা যায় ওই হাঁসকে। যদিও শেষ পর্যন্ত একটি বাঘ তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ওই হাঁসটিকে ধরে ফেলে। তবে তা হলেও ওই হাঁসের এইভাবে বাঘেদের ঘোল খাওয়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে ছড়িয়ে পড়ে।

ছোট ছোট প্রাণীদের শিকার করার জন্য অনেক সময় বড় বড় প্রাণীদের কালঘাম ফেলতে হয় তারই উদাহরণ এই ভিডিও। এই ভিডিওটি দেখার পর বিশ্বের অন্যতম হিংস্র প্রাণী বাঘের প্রতি আপনার মায়া জন্মাবে। পাশাপাশি এই ভিডিও দেখে অনেকেই মজা পেয়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, তিনটি বাঘ একটি জলাশয়ের মধ্যে নেমে একটি হাঁস শিকার করার চেষ্টা চালাচ্ছে। ছোট্ট ওই হাঁসটিকে ধরার জন্য ওই তিনটি বাঘ দীর্ঘক্ষণ ধরে লড়াই চালায়। ঠিক যেন বাঘেদের সঙ্গে ওই হাঁসের লুকোচুরি খেলা চলছে। শেষমেষ একটি বাঘ নিজের বুদ্ধিমত্তার জোরে হাঁসটিকে ধরে ফেলে।

বিউটি ওয়াইল্ড ফ্রী নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওর শুরুতেই লক্ষ্য করা যাবে ছোট্ট ওই হাঁসটি তিনটি বাঘকে রীতিমতো ফাঁকি দিয়ে চলেছে। তাকে ধরার চেষ্টা চালানো হলেই সে জলে ডুব দিয়ে অন্যত্র উঠে যাচ্ছে। শেষমেষ ওই তিনটি বাঘ যখন এক প্রকার ক্লান্ত সেই সময় একটি বাঘ ওই হাঁসটিকে ধরে ফেলে।