কোটি কোটি টাকার সোনার গয়না, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার অন্য চমক

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর ভিড়ে টেক্কা দেওয়ার দৌঁড়ে কলকাতার যে সকল পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই পুজো দমকল মন্ত্রী সুজিত বসুর। যে কারণে এই পুজোকে ঘিরে প্রতি বছর বিশেষ আকর্ষণ থাকে দর্শনার্থীদের মধ্যে। পুজোয় প্রতিবছর আলাদা আলাদা থিম মানুষকে টেনে নিয়ে আসে। এবার তাদের পুজো ৫০ বছরে পা রাখল এবং এই ৫০ বছরে পা রাখাকে কেন্দ্র করে আলাদা আকর্ষণ রয়েছেই।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ এখনো পর্যন্ত সম্পূর্ণ না হলেও মহালয়ার রাত থেকেই সেখানে কাতারে কাতারে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। দু’ঘণ্টা ধরে লাইন দিয়ে মন্ডপে আসতে পারেন বলে দাবি করেছেন দর্শনার্থীরা। এবার এই পুজোয় সবচেয়ে বড় আকর্ষণ থাকছে প্রতিমার গয়নায়। প্রতিমার গয়না যে কয়েক কোটি টাকার তা নিয়ে কোন সন্দেহ নেই। যদিও এই বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসু মুখ খোলেননি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২২ তারিখ এই পুজোর উদ্বোধন করে দেন। এরপর মহালয়ার দিন দমকল মন্ত্রী সুজিত বসু প্রতিমার গয়না সর্বসমক্ষে নিয়ে আসেন। মহালয়াতেই দুর্গা প্রতিমার গায়ে এই সমস্ত গয়না পরানো হয়। এই সকল গয়নার নিরাপত্তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষী এবং ক্লোজ সার্কিট ক্যামেরা রাখা হয়েছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মায়ের গয়না কত পরিমাণ তা সম্পর্কে ধোঁয়াশা থাকলেও দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “শ্রীভূমিতে মায়ের গয়না দেখার জন্য মানুষের মধ্যে একটা বড় প্রত্যাশা থাকে। সকলের মধ্যে এটা নিয়ে আগ্রহ রয়েছে। বিশেষত মহিলারা খুব পছন্দ করেন মাতৃপ্রতিমার সোনার অলংকার। বিভিন্ন বিখ্যাত সোনার গয়না প্রস্তুতকারক সংস্থারা নিজ উদ্যোগেই প্রতিবছর মাকে গয়না দিয়ে সাজিয়ে দেয়।”

এখানকার এই মায়ের গয়নায় গলার হার, কানপাশা, মুকুট থেকে শুরু করে কি না নেই। এখানকার এই প্রতিমা দর্শন করার জন্য আজ অর্থাৎ সোমবার থেকে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ভিড় এড়াতে এবং নিরাপত্তার খাতিরে ৪০০ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে।