বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তাহলে কি এবার পুজো মাটি, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : মহালয়ার দিন থেকেই যেন বাংলায় শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। কলকাতার বিভিন্ন মণ্ডপে মন্ডপে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে দর্শনার্থীদের। যদিও জেলাগুলি এখনো প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দু’বছর করোনাকাল কাটিয়ে এই বছর লাগামছাড়া আনন্দে ভাসার যখন পরিকল্পনা চলছে সেই সময় হাওয়া অফিসের তরফ থেকে এলো অশনি সংকেত।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই বছর দুর্গা পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দুই বঙ্গ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি, হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই বার্তা দেওয়া হয়েছে। এই বার্তার পরিপ্রেক্ষিতেই অশনি সংকেত তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

সোমবার দুপুরবেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “১ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীতে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে ২ অক্টোবর মহাসপ্তমী থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ৪ অক্টোবর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা।”

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মহাষষ্ঠী পর্যন্ত রাজ্য জুড়ে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মহাষষ্ঠী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

তবে যদি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয় এবং তা থেকে নিম্নচাপ তৈরি হয় তাহলে মহাসপ্তমীর দিন থেকেই বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি জোড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে। বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত্য সম্পর্কে আগামী ৪৮ ঘণ্টায় নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।