ধর্মীয় অক্টোপাসে ঘেরা মন্ডপ, সম্প্রীতি বজায় রাখতে অস্ত্রহীন দুর্গা

হিমাদ্রি মণ্ডল : সিউড়ির চৌরঙ্গী ক্লাব, যা প্রত্যেক বছর বহু মানুষের মন কাড়ে। পুজো চার দিনে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে এই মন্ডপে। এবছর তাদের থিম ‘মানবিকতায় বাংলা’।

মণ্ডপে প্রবেশ করার মাত্রই মূল দরজায় দেখা যাবে সাত-রঙা রামধনু, একটু এগোলেই চোখে পড়বে ঘোর অন্ধকার। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে ধর্মীয় অক্টোপাস, যা পুরো মন্ডপকে আঁকড়ে ধরে আছে। উঠবে নতুন সূর্য। মা এখানে অস্ত্র হাতে নয়, মায়ের পায়ে পড়ে থাকবে বিভিন্ন অস্ত্র। যেগুলিকে চাপা দিয়ে সমস্ত ধর্মকে একসাথে নিয়ে হাটছেন মা। পুজো দেখতে আসা সমস্ত দর্শনার্থীদের জন্য রয়েছে একে অপরকে রাখি পড়ানোর ব্যবস্থা।

শিল্পী রবিউল ইসলাম জানান, “এটা পৃথিবীর সবথেকে পুরনো ডোকরা শিল্পের ভাবনা থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত থিম তৈরি হচ্ছে বিভিন্ন যানবাহনের পুরনো টায়ার ও পাট গাছ দিয়ে, রয়েছে কালো কাপড় ও বাঁশ।”

ক্লাবের সদস্য ও কোষাধ্যক্ষ দেবাশীষ জানান, “১০ থেকে ১২ জন শিল্পী ৫০ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। তার মতে অন্যান্য বছরের মতো এ বছরও সমস্ত দর্শকের মন টানবে এই পুজো মণ্ডপ। এই থিম বানাতে তাদের খরচ হচ্ছে প্রায় ১১ লক্ষ টাকা।” তাদের পুজো এবছর পা দিল ৪০ বছরে।