আটকে দুর্গাপুজোর থিমের কাজ, ভিলেন যখন বৃষ্টি

লাল্টু : দুর্গাপুজোর মানেই হলো বাঙ্গালীদের মধ্যে আলাদা উৎসাহ-উদ্দীপনা। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দুর্গাপুজো সবথেকে গুরুত্বপূর্ণ। এই পুজোয় আপামর বাঙালির মেতে ওঠেন আনন্দে। কিন্তু দুর্গাপূজায় বাঁধ সেধেছে নিম্নচাপ, যার জেরে বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলছে বৃষ্টি, থমকে প্রতিমার কাজ থেকে শুরু করে পুজো মণ্ডপের শেষ প্রস্তুতি।

প্রবল বর্ষণে আশঙ্কায় দিন গুনছেন পুজো উদ্যোক্তারা। বীরভূমের দুবরাজপুর ব্লকের ডিএসএ পরিচালিত দুর্গাপুজো এ বছর পা রাখতে চলেছে ১০ বছরে। এ বছর তাদের থিম ১৫ লক্ষ টাকা ব্যয়ে ছিল ধারাপাত, কিন্তু সেই থিমের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই অসুর রূপে শুরু হয় বৃষ্টি। তাদের এই থিমের কাজ সম্পূর্নভাবে আটকে রয়েছে দিন কয়েক ধরে। পুজো উদ্যোক্তারা তাকিয়ে রয়েছেন বৃষ্টি ছাড়ার দিকে। কিন্তু বৃষ্টি ছাড়ার নামগন্ধ নেই বরং বেড়েই চলেছে। ফলতো তাদের আশঙ্কা দুদিন পরে বৃষ্টি থামলেও কাজ কতটা সম্পূর্ণ করতে পারবেন তা নিয়ে।

পুজো উদ্যোক্তাদের অন্যতম সদস্য অর্ঘ দাস জানান, “অসুররূপী এই বৃষ্টি ছাড়ার অপেক্ষায় আমরা রয়েছি। আমাদের এই বছরের থিম ধারাপাত সকলের মন কাড়তো বলেই বড় আশা ছিল। কিন্তু এই বৃষ্টির কারণে আমরা কাজ এগোতে পারছিনা। এখন ভগবানের দিকে তাকিয়ে রয়েছি বৃষ্টি ছাড়ার জন্য।”

এ বছর তাদের পুজোর থিম সম্পর্কে তিনি আরও জানান, “আমাদের থিমের বিষয়বস্তুগুলির মধ্যে ১ এ চন্দ্র আমরা একটি বড় ঝলসানো রুটির মধ্যে তুলে ধরার চেষ্টায় রয়েছি, ২ এ পক্ষে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের আলো-অন্ধকারের মায়াবী খেলাকে ফুটিয়ে তোলার চেষ্টায় রয়েছি, ৩ এ নেত্রে তিনটি জ্ঞানচক্ষুকে তুলে ধরবো, ৪ এ বেদের বিষয়বস্তু থাকছে আমাদের থিমে। কিন্তু সব কিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি।”

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এবছর পূজোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে দুশ্চিন্তায় আপামর বাঙালি থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা।