Concert of Iman Chakraborty: কনসার্টের মাঝেই নিভল আলো, থেমে না থেকে ইমন ধরলেন এই গান

During Iman Chakraborty’s Concert, the current was off, and she continued: চলতি বছরে যে গানটি শ্রোতাদের মন জয় করেছে সেটি হলো পাখিদের স্মৃতি। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। গোটা নেট দুনিয়াতে গানটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। গানটি জনপ্রিয় ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলের। দর্শকদের মন ছুঁয়ে খুশি স্বয়ং গায়িকা। জনপ্রিয় শিল্পীদের মাঝেমধ্যে বিভিন্ন কনসার্টে যেতে হয়। কিন্তু কনসার্ট এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তার থেকে বড় বাধা আর কিছু হতে পারে না। এমনই এক বাধার সম্মুখীন হলেন ইমন চক্রবর্তী। তিনি গিয়েছিলেন হলদিয়া কলেজে কনসার্ট (Concert of Iman Chakraborty) করতে।

বদ্ধঘরে যদি কারেন্ট অফ হয়ে যায় তার মধ্যে ঘন্টার পর ঘন্টা গান করে যাওয়া সত্যি বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জকে হলদিয়া কলেজে স্টুডেন্টরা করে তুললেন এক সুন্দর স্মৃতি। ইমনের কনসার্ট (Concert of Iman Chakraborty) চলাকালীন প্রচন্ড ঝড় বৃষ্টিতে যখন কারেন্ট অফ হয়ে যায়, তখন সেই সময়টাকে সুন্দর করে তুলতে এগিয়ে আসে হলদিয়া কলেজে স্টুডেন্টরা। ইমন চক্রবর্তী তখন গাইছিলেন ইন্দুবালা ভাতের হোটেলের জনপ্রিয় গান ‘পাখিদের স্মৃতি’। স্টুডেন্টরা ফোনের ফ্লাশ লাইট অন করে মুহূর্তটাকে সত্যিই গানের মত স্মৃতিময় করে তোলে।

গায়িকা ইমন চক্রবর্তী সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলেছেন যে, তার হলদিয়া কলেজের কনসার্ট (Concert of Iman Chakraborty) চলার মধ্যে হঠাৎ প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। কারেন্ট অফ হয়ে গেলে গোটা অডিটোরিয়াম তখন অন্ধকারাচ্ছন্ন। সেই সময় প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদের মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে তাকে আলো দিয়েছিল। এইটা তার কাছে একটা বড় প্রাপ্তি।

স্টুডেন্টদের থেকে পাওয়া ভালোবাসা ইমন এর কাছে ছিল এক চরম প্রাপ্তি ও আনন্দের মুহূর্ত। দর্শকদের ভালোবাসার মধ্যেই থাকে কোন গানের সফল হওয়ার মন্ত্র। হলদিয়া কলেজের কনসার্টে (Concert of Iman Chakraborty) গিয়ে ইমন চক্রবর্তী “পাখিদের স্মৃতি” গানটি করে যে ভালোবাসা পেয়েছেন সেটা তার চিরকাল মনে থাকবে। প্রত্যেক শিল্পী তার দর্শকদের কাছে যেনো এরকম ভালোবাসা পায়।

শেয়ার করা ভিডিওতে দেখা যায় ইমনকে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রত্যেকেই নিজের মোবাইলে জ্বালিয়ে দিয়েছিল ফ্ল্যাশলাইট। এই ঘটনা মুগ্ধ করেছিল ইমনকে, এমনকি তাকে সঙ্গ দিতে তারা প্রত্যেকেই মনের তালে তাল মিলিয়ে ছিল। কারেন্ট অফ হওয়াতে চতুর্দিক ছিল অন্ধকারময় কিন্তু কারোর মধ্যে ছিল না এতোটুকু বিরক্তভাব। কেউ কনসার্ট ছেড়ে পর্যন্ত চলে যায়নি। তাই সবার মাঝেই খুশিমনে গান গেয়েছেন ইমন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তাকে।