দ্বারকা নদীর জল ঢুকেছে গ্রামে, পরিস্থিতি মোকাবেলায় এলাকায় বিডিও

নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপের কারণে সপ্তাহজুড়ে টানা অকাল বৃষ্টিতে নাজেহাল বীরভূমের বিস্তীর্ণ এলাকা। একের পর এক বীরভূম সংলগ্ন এবং বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া নদীতে বেড়েছে জল। জল বাড়ার কারণে ইতিমধ্যেই তিলপাড়ার মতো নানান জলাধার থেকে ছাড়া হয়েছে অতিরিক্ত জল। নদীতে জল বাড়ার কারণে সেই জল ঢুকে পড়ছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায়। পুজোর মুখে এমন প্রতিকূল পরিস্থিতিতে নাজেহাল এলাকার বাসিন্দারা।

বীরভূমের মহঃবাজার ব্লকের তেঁতুলবেড়িয়া গ্রাম সংলগ্ন দ্বারকা নদীতে দিন কয়েকের প্রবল বর্ষণে জল বাড়ায় সেই জল ঢুকে পড়েছে গ্রামের মধ্যে। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের বাড়ি মাটির বাড়ি হওয়ায় রীতিমতো আশঙ্কায় রয়েছেন তারা। আরও জল বাড়লে যে কোন মুহূর্তে বাড়িগুলির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু আশঙ্কায় নয়, ইতিমধ্যে বেশ কয়েকটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়তেও দেখা গিয়েছে। বন্যা পরিস্থিতির আশঙ্কায় অনেকেই বাড়ির জিনিসপত্র গুটিয়ে অন্যত্র ছুটছেন।

এলাকার বাসিন্দা চায়না বাগদি জানান, “ভোরবেলায় নদীর জল গ্রামে ঢুকে পড়ায় গ্রামের আট থেকে দশটি বাড়ি ভেঙে পড়েছে। আমরা এখন গৃহহীন হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি।”

পরিস্থিতির মোকাবিলা করতে খবর পেয়েই ওই গ্রামে পৌঁছান মহঃবাজার ব্লক বিডিও আশিস মণ্ডল ও মহঃবাজার থানার আইসি মাধব চন্দ্র মণ্ডল। তিনি জানান, “বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সমস্ত রকম পরিকাঠামো তৈরি। ইতিমধ্যেই এলাকার বাসিন্দাদের ত্রিপল, থাকার জায়গা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”