জমিজমা রেজিস্ট্রি সংক্রান্ত কাজ এবার অনলাইনেও

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে করোনা সংক্রমণ যেমন সবকিছু ওলট-পালট করে দিয়েছে, ঠিক তেমনি মানুষের জীবনযাত্রা এবং বিভিন্ন কাজের ধরণকেও পরিবর্তন করে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাজ হোক অথবা অন্যকিছু, অধিকাংশ মানুষই এখন অনলাইন নির্ভর। আর এই যুগের সাথে তাল মিলিয়ে এবার পশ্চিমবঙ্গের জমি জমার রেজিস্ট্রি করার ক্ষেত্রে চালু হলো অনলাইন ব্যবস্থা।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর জমিজমা কেনাবেচার জন্য রেজিস্ট্রি অফিসগুলি দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার অর্থাৎ ১৭ জুন থেকে তা পুনরায় খুলছে। পাশাপাশি এই জমিজমা রেজিস্ট্রি সংক্রান্ত কাজ এবার অনলাইনেও করা যাবে।

অনলাইনে জমি জমা কেনাবেচার রেজিস্ট্রি সংক্রান্ত কাজ করার জন্য পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য যে ওয়েবসাইটটি খোলা হয়েছে সেটি হল https://wbregistration.gov.in । এই ওয়েবসাইটে নানান অপশন দেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য। এই সকল অপশনগুলি বেছে নিয়ে নাগরিকরা বাড়িতে বসে অনলাইনে তাদের জমিজমা কেনাবেচার রেজিস্ট্রি সংক্রান্ত কাজ করতে পারবেন।

পাশাপাশি ভিড় এড়াতে অনলাইনে আবেদনের মাধ্যমে আগাম রেজিস্ট্রি অফিসের স্লট বুক করে রাখা যাবে। এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রি ফি ও রিফান্ড সংক্রান্ত অন্যান্য আর্থিক লেনদেনও করা যাবে। এছাড়াও অনলাইনে দেওয়া যাবে রাজস্ব।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে গত বছর দেশে লকডাউন জারি হওয়ার সময়কাল থেকেই এই ধরনের পরিষেবা আনার জন্য উঠে পড়ে লেগেছিল। কারণ লকডাউন অথবা কঠোর বিধিনিষেধের কারণে অধিকাংশ সময় অফিস বন্ধ থাকায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেমন রাজ্য ক্ষতির সম্মুখিন হচ্ছে ঠিক তেমনি সাধারণ মানুষও নিজেদের জমিজমা রেজিস্টারি সংক্রান্ত কাজ না করতে পেরে অসুবিধায় পরছেন। তবে এবার এই অনলাইন ব্যবস্থা আসার কারণে এই সকল অসুবিধা থেকে কিছুটা হলেও সুরাহা মিলবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

অন্যদিকে নাগরিকরা এই ওয়েবসাইট ব্যবহার করেই নিজেদের নিকটবর্তী কোথায় রেজিস্ট্রি অফিস রয়েছে তাও জানতে পারবেন। তারও ব্যবস্থা করা হয়েছে এই নতুন ওয়েবসাইটে।