পূর্ব ভারতের কপালে জুটতে চলেছে তৃতীয় বন্দে ভারত, জানা গেল সূচনার দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এবং ভারতীয় নাগরিকদের স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। স্বপ্নের এই ট্রেন ইতিমধ্যেই দেশের ১৩ টি রুটে যাতায়াত শুরু করেছে। এবার ১৪ নম্বর বন্দে ভারত ট্র্যাকে নামার অপেক্ষায়। তবে ১৪ নম্বর বন্দে ভারত কোন রাজ্যের কপালে জুটবে, তা এখনো জানা যায়নি, যদিও পূর্ব ভারতের তৃতীয় বন্দে ভারত নিয়ে এলো নতুন আপডেট।

বর্তমানে দেশে যে সকল প্রিমিয়াম ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত। যে সকল রাজ্য এখনো পর্যন্ত এই ট্রেন পেয়েছে তার মধ্যে পূর্ব ভারতের কপালে জুটেছে দুটি। এর মধ্যে একটি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াত করে। পূর্ব ভারতের দ্বিতীয় বন্দে ভারত চালু হবে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি।

এরই মধ্যে জানা গিয়েছে পূর্ব ভারতের তৃতীয় বন্দে ভারত চলবে পাটনা থেকে রাঁচির হাতিয়া জংশন পর্যন্ত। ৩২৫ কিলোমিটার এই রাস্তা আপাতত সাত ঘন্টা লাগবে বলে জানা যাচ্ছে এবং পরে পরিকাঠামোর উন্নয়ন হওয়ার পর তা পাড়ি দেওয়া যাবে মাত্র চার ঘন্টায়। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী ২৫ এপ্রিল এই ট্রেনটির সূচনা হতে পারে।

রেল সূত্রে জানা গিয়েছে সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি যাতায়াত করবে। জনশতাব্দী এক্সপ্রেসের পরিবর্তে যাতায়াত করবে বন্দে ভারত। সম্ভবত সকাল ৬ঃ৪৫ মিনিটে পাটনা থেকে রাঁচির উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেবে। রাচি পৌঁছাবে দুপুর ১ টা ৪৫ মিনিটে। ফেরার পথে দুপুর আড়াইটার সময় রাঁচি থেকে রওনা দেবে ট্রেনটি এবং পাটনা পৌঁছাবে রাত ন’টায়।

পাটনা ও রাঁচি বন্দে ভারত ট্রেনটি যাত্রা পথে এই দুটি স্টেশন ছাড়াও স্টপেজ দেবে জেহানাবাদ, গয়া, কোডারমা, হাজারিবাগ টাউন, বারকাকানা, তাতিসিলভে। তবে নতুন এই ট্রেনের ভাড়া অথবা বুকিং সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য কিছু আসেনি।