আরও সহজ হলো উত্তরবঙ্গ, পুরি যাওয়া, হোলিতে নতুন পরিকল্পনা রেলের

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র কয়েকটা দিন আর তারপরেই হোলি। দেশজুড়ে পালিত হবে এই উৎসব। কোথাও পালিত হবে হোলি আবার কোথাও পালিত হবে দোল উৎসব। এই হোলি বা দোল উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ছুটির আমেজ। কারণ শনি, রবিবারের ছুটির পর সোমবার বাদ দিলেই মঙ্গলবার ফের ছুটি। এমন পরিস্থিতিতে মাঝে একটি দিন ছুটি নিয়ে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। আর তাদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকেও নতুন পরিকল্পনা গ্রহণ করা হলো।

ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষই ট্রেনের উপর নির্ভর করেন। আবার বাঙ্গালীদের ঘুরতে যাওয়া মানেই হলো পাহাড় অথবা সমুদ্র। এমন পরিস্থিতিতে ভারতীয় রেলের তরফ থেকে নিউ জলপাইগুড়ি এবং পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো। শিয়ালদা এবং কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ও পুরীর জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railways)।

শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির জন্য দুটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি ট্রেন ছাড়বে ৩ মার্চ এবং অন্য একটি ছাড়বে ৪ মার্চ। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা আসার জন্য এই ট্রেন দুটি যথাক্রমে ৪ এবং ৫ মার্চ ছাড়বে।

৩ মার্চ ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ছে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। ট্রেনটি পর দিন এনজেপি পৌঁছবে সকাল ১০:৪৫ মিনিটে। এনজেপি থেকে ট্রেনটি ৪ মার্চ ছাড়বে বেলা ১২:১৫ মিনিটে। পরের দিন শিয়ালদা এসে পৌঁছবে রাত ১১:৫০ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নৈহাটি, কাটোয়া, ব্যান্ডেল, আজিমগঞ্জ, জঙ্গীপুর, বারসোই, কিষাণগঞ্জ, মালদা টাউন ও আলুয়াবাড়ী রোড স্টেশনে।

অন্যদিকে কলকাতা স্টেশন থেকে পুরী পর্যন্ত চলবে একটি স্পেশাল ট্রেন। পুরি পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি ৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। প্রতি রবিবার ট্রেনটি ছাড়বে রাত ১১:৪০ মিনিটে এবং পরদিন পুরি পৌছাবে সকাল ৯ টা ৩৫ মিনিটে। পুরি থেকে ট্রেনটি ছাড়বে সোমবার বিকাল ৩:৫০ মিনিটে এবং কলকাতা এসে পৌঁছাবে পরদিন দুপুর দুটোর সময়। ট্রেনটি যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোডে থামবে।