পূজোর ছুটিতে পাহাড় বেড়াতে যাওয়ার সুযোগ, শিয়ালদা থেকে NJP নয়া ট্রেন

নিজস্ব প্রতিবেদন : বাঙালিরা এমনিতেই ভ্রমণপিপাসু। ছুটি পেলেই বেরিয়ে পড়েন পাহাড় সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আর এই ছুটির ক্ষেত্রে আবার পুজোর ছুটি মানেই আলাদা পিপাসুতা দেখা যায় বাঙ্গালীদের মধ্যে। পুজোর ছুটিতে অনেকেই পাহাড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে থাকেন।

পুজোর ছুটিতে যারা পাহাড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তাদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজোর সময় পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ব্যাপক চাহিদা থাকার কারণে ট্রেনের উপর চাপ বৃদ্ধি পায়। এই কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেনের বন্দোবস্ত।

রেলের তরফ থেকে জানানো হয়েছে ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন চালানো হবে। অর্থাৎ দুর্গাপুজোর পরেই যে ছুটি রয়েছে সেই ছুটি অনুযায়ী উত্তরবঙ্গ যাওয়ার জন্য পূর্ব রেলের তরফ থেকে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকেই এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।

শিয়ালদা রেল স্টেশন থেকে উত্তরবঙ্গগামী এই বিশেষ ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত্রি ১১:৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পৌঁছাবে পর দিন সকাল ১০:১০ মিনিটে। ঐদিন অর্থাৎ শুক্রবারই এই ট্রেনটি পুনরায় শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে।

সপ্তাহের প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে এই ট্রেনটি দুপুর ১২টার সময় রওনা দেবে। এই ট্রেনটি শিয়ালদা এসে পৌঁছাবে রাত্রি ১১:৩৫ মিনিটে। এর পাশাপাশি পুজোর ছুটিতে এবং পূজোর সময় বিভিন্ন পর্যটন কেন্দ্র লক্ষ্য করে আরও একাধিক ট্রেনের ব্যবস্থা করছে রেল বলে জানা যাচ্ছে।