Cardboard Tickets: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার মধ্যে সবথেকে বৃহত্তম পরিবহন ব্যবস্থা। এর গুরুত্ব এতটাই বেশি যে বিশ্বের মধ্যে এটি চতুর্থ স্থান অধিকার করেছে। সমাজের যেকোন স্তরের মানুষ স্বল্প খরচায় তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে ভারতীয় রেলের সাহায্যে। তবে আগেকার পরিষেবার সঙ্গে এখনকার পরিষেবার বিস্তর পার্থক্য। যত যুগ উন্নত হচ্ছে ততই উন্নত হচ্ছে ভারতীয় রেল। পরিষেবার ক্ষেত্রেও তারা বিভিন্ন আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করছে।
অতীতের রেলযাত্রা এখন সত্যিই অতীত। অতীতের রেলযাত্রার বহু স্মৃতি এখন মানুষ ভুলতে বসেছে। কার্ডবোর্ড টিকিট (Cardboard Tickets) এখন খরচের খাতায়। পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে পুড়িয়ে ফেলা হবে এমন কয়েক কোটি টিকিট। আসলে স্মৃতির অতলে তলিয়ে যাওয়া সেই কার্ডবোর্ড টিকিট আর রেলের কোনও কাজে লাগবে না।
কার্ডবোর্ড টিকিট (Cardboard Tickets) পুড়িয়ে ফেলার এই নির্দেশ দিয়েছেন সম্প্রতি পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শঙ্কর ঝা। কারণ সকলেই জানে যে কার্ডবোর্ড টিকিট বর্তমানে আর ব্যবহৃত হয় না। তারপরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে টিকিট পোড়ানোর ক্ষেত্রে একাধিক বিতর্ক এবং অভিযোগ সামনে এসেছে। কি সেই অভিযোগ চলুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন: নতুনরূপে সেজে উঠছে কলকাতা মেট্রো, MR-504 এবং MR-512 ‘ডালিয়ান রেক’ ঢুকল নোয়াপাড়ায়
বিভিন্ন স্টেশন সূত্রে খবর, এখন যে ইউটিএস ও থার্মাল-সহ নানা ধরণের কাগজের টিকিট বিক্রির পদ্ধতি রয়েছে, তার লিঙ্ক ফেল হলে কীভাবে টিকিট দেওয়া হবে? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি কার্ডবোর্ড টিকিটগুলো পুড়িয়ে না দেওয়া হয় তাহলে পরিস্থিতি সামাল দিতে এগুলো কাজে আসবে। বিভিন্ন মহল থেকে দাবি তোলা হয়েছে যে, কার্ডবোর্ড টিকিট (Cardboard Tickets) বেশিরভাগ পুড়িয়ে দেওয়া হলেও ২৫ শতাংশ যেন রেখে দেওয়া হয় জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
রেল কিন্তু এই ধরনের সমস্ত রকমের অভিযোগ উড়িয়ে দিয়েছে। শিয়ালদহের সিনিয়র ডিসিএম পবনকুমার বলেন, এখন থিম ক্লায়েন্ট সিস্টেম এসে গিয়েছে। যদি কোনো কারণে ৭২ ঘন্টা লিঙ্ক নাও থাকে তাহলেও টিকিট ইস্যু করা সম্ভব। বিভিন্ন স্টেশনগুলোতে কার্ডবোর্ড টিকিট জড়ো করে পড়ে রয়েছে এবং খুব শীঘ্রই তা পুড়িয়ে ফেলা হবে। প্রতিটা স্টেশনে কমার্শিয়াল ও অ্যাকাউন্ট বিভাগ হিসেব নিকেশ করে এই টিকিট জ্বালানোর কাজ করছে বলে জানান পবনকুমার।