সুখবর, লোকাল ট্রেনের যাত্রীদের অপেক্ষায় অধীর হতে হবে না, রেলের নয়া উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ট্রেন যে সবসময় সঠিক সময়ে চলবে তার কোন গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই তো দূরের কথা বরং অধিকাংশ সময়ই বেশিরভাগ ট্রেনই দেরিতে চলে। এমত অবস্থায় যাত্রীদের স্টেশনে গিয়ে অপেক্ষায় থাকতে হয়। অপেক্ষা করতে করতে ধৈর্য হারাতেও দেখা যায়। বিশেষ করে লোকাল ট্রেনের ক্ষেত্রেই এই ঘটনা নিত্য নতুন। এবার এই ক্ষেত্রে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা।

কোন ট্রেন কোন সময় চলছে, কতটা দেরিতে চলছে এই সব জানার জন্য রয়েছে ‘Where is my Train’ নামের একটি অ্যাপ। কিন্তু এই অ্যাপটি রেলের নিজস্ব অ্যাপ নয়। এমনকি অনেক সময়ই এই অ্যাপে তথ্য ভুল দেওয়ার অভিযোগও রয়েছে। এমত অবস্থায় রেলের তরফ থেকে আনা হয়েছে একটি নতুন অ্যাপ।

পূর্ব রেলের তরফ থেকে যে নতুন এক আনা হয়েছে তা দিয়ে সঠিক ভাবে লোকাল ট্রেনের তথ্য মিলবে বলেই দাবি করা হচ্ছে। তাদের তরফ থেকে যে নতুন অ্যাপটি আনা হয়েছে সেটি হল ‘Sealdah Suburban Tracking System’। এই অ্যাপ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং পরিষেবা দিতে শুরু করেছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপ বর্তমানে শিয়ালদা শাখায় চলাচল করা লোকাল ট্রেন সম্পর্কে তথ্য দিচ্ছে। আগামী দিনে এই অ্যাপ অন্যান্য শাখার ট্রেন চলাচলের তথ্য সম্পর্কিত পরিষেবাও দেবে। এই অ্যাপের মাধ্যমে ট্রেনের যাত্রীরা বাড়িতে বসেই জানতে পারবেন তাদের ট্রেন কোথায় রয়েছে, কখন স্টেশনে আসবে এবং কত নম্বর প্লাটফর্মে আসবে।

এছাড়াও এই অ্যাপে এমন একটি অভিনব ব্যবস্থা রয়েছে যা এর আগে কোন অ্যাপে ছিল না। কোন ট্রেন যদি বাতিল হয়ে যায় অথবা মাঝরাস্তায় তার যাত্রা শেষ করে তাহলে এই অ্যাপ যাত্রীদের আগাম নোটিফিকেশন দেবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ট্রেনের লাইভ লোকেশন জানতে পারবেন।

পূর্ব রেলের নিজস্ব এই অ্যাপ সম্পূর্ণ রেলের অধীনে থাকার কারণে অন্যান্য অ্যাপের মত ভুল ত্রুটিযুক্ত কোন তথ্য পরিবেশন করবে না বলেই দাবি করেছেন দলের এক অধিকর্তা। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই সঠিক তথ্য পাওয়ার কারণে যাত্রীদের অযথা স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য হাপিত্যেশ করতে হবে না।