রবিবার বাতিল এই সকল ট্রেন, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের নলহাটিতে ওভার ব্রিজ নির্মাণের কাজ চলার জন্য আগামী রবিবার অর্থাৎ ৯ জানুয়ারি আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। স্বাধীনপুর এবং নলহাটি রেল স্টেশনের মাঝে এই কাজ চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সকাল ১০ টা ৫০ মিনিট থেকে বিকেল ৪ টা ৫০ মিনিট পর্যন্ত।

এই লাইনে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি নলহাটি এবং চাতরা স্টেশনের সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি বেশকিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

বাতিল ট্রেন

১) ১৩০৫৩ হাওড়া -রাধিকাপুর কুলিক এক্সপ্রেস।

২) ১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।

৩) ০৩৫৮৯ বর্ধমান -রামপুরহাট প্যাসেঞ্জার।

৪) ০৩৫৯০ রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার।

৫) রামপুরহাট থেকে তিনপাহাড় প্যাসেঞ্জার স্পেশাল।

৬) তিনপাহাড় থেকে রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল।

এর পাশাপাশি ০৩০৬৭ আপ ট্রেনটি আজিমগঞ্জের পরিবর্তে চলবে রামপুরহাট পর্যন্ত। ০৩০৬৫ আপ ট্রেনটি রামপুরহাটের পরিবর্তে নলহাটি পর্যন্ত চলবে। ০৩০৭০ ডাউন ট্রেনটিও রামপুরহাটের পরিবর্তে চলবে নলহাটি পর্যন্ত।

অন্যদিকে ১২৫০৯ বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটিকে ঘুরপথে চালানো হবে। এই ট্রেনটি চালানো হবে হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা হয়ে।

১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকেও নিউ ফরাক্কা স্টেশন থেকে ঘুরিয়ে আজিমগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি হয়ে চালানো হবে।